দুই মাসেই মাতৃত্বকালীন ছুটি শেষ! শ্যুটিংয়ে ফিরলেন কোয়েল

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক দ্বিতীয় সন্তানের মা হয়েছেন গত বছরের ডিসেম্বরে। মেয়ে সন্তান জন্ম দেওয়ার দুই মাসের মাথায় শ্যুটিংয়ে ফিরলেন টালিউড এই অভিনেত্রী।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ড্যান্স পারফরম্যান্সের শুটিং করেছেন তিনি। মাতৃত্বের বিরতির পর কাজে ফিরে উচ্ছ্বসিত কোয়েল।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে কোয়েল বলেন, “স্টার জলসার বিভিন্ন ধারাবাহিকে প্রায় ১০ জন নায়কের সঙ্গে পারফর্ম করলাম, এটা আমার কাছে দারুণ এক অভিজ্ঞতা। এর আগে শেষবার পারফর্ম করেছিলাম প্রেগন্যান্সির আগে।”

এবার শাকিবের নায়িকা কোয়েল!এবার শাকিবের নায়িকা কোয়েল!

এর আগে অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন, ২০২০ সালে তার প্রথম সন্তান কবীরের জন্মের পর তিনি নিয়মিত যোগাসন, নাচ, পিলাটেস করে নিজেকে ফিট রেখেছিলেন। এবারও একইভাবে নিয়মিত শরীরচর্চা করে নিজেকে ফিট রেখেছেন।

তিনি বলেন, “কাজের জন্য তো বটেই, দুই ছোট ছোট সন্তানের জন্যও আমাকে ফিট থাকতে হবে। তাই ডাক্তারের সঙ্গে কথা বলে ডেলিভারির ৬ সপ্তাহ পর থেকেই শরীরচর্চা শুরু করে দিয়েছিলাম। এতে শুধু শরীর নয়, মনও ভালো থাকে। হরমোনের ব্যালেন্সও ঠিক থাকে।”

মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে কোয়েল শেষ করেছেন তিনটি সিনেমার কাজ। মুক্তির অপেক্ষায় আছে “সোনার কেল্লায় যকের ধন”, “স্বার্থপর”, “একটি খুনির সন্ধানে মিতিন” সিনেমাগুলো।

Share this news on: