ভারত-পাকিস্তান লড়াইয়ের আগে রোহিতের অবসর গুঞ্জন

চ্যাম্পিয়নস ট্রফির পর ভারতের রঙ্গিন জার্সি তুলে রাখতে পারেন রোহিত শর্মা! ওয়ানডেতে হয়তো পাকিস্তানের বিপক্ষে আজই শেষ টস করবেন। এমনটা হতে পারে বলে মনে করছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার। যদিও এ ব্যাপারে কোনো কথা বলেননি রোহিত নিজেই।

চ্যাম্পিয়নস ট্রফির পর আইসিসির বৈশ্বিক ওয়ানডে আসর ২০২৭ সালের বিশ্বকাপ।

ততদিন পর্যন্ত রোহিত ওয়ানডে খেলা চালিয়ে যাবেন বলে মনে হচ্ছে না মাঞ্জরেকারের। ইএসপিএনক্রিকইনফোর এক আলোচনায় তেমনই মত দেন তিনি, ‘আমার মনে হচ্ছে (এটাই শেষ আসর) যদি সে সিদ্ধান্ত নিয়ে থাকে। মানে রোহিত শর্মা কি ২০২৭ বিশ্বকাপে থাকছে? আমার মনে হয় না। একদমই মনে হচ্ছে না।

কাজেই এটাই হতে পারে তার শেষ কোন টুর্নামেন্ট।’

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে অবসর ওই সংস্করণ থেকে অবসর নেন ৩৭ পেরুনো রোহিত। বর্তমানে বাকি দুই সংস্করণও খুব বেশি দিন চালিয়ে যাওয়ার বাস্তবতায় নেই । এমনিতেই ভারতের শীর্ষ ক্রিকেটাররা বড় আসরের বাইরে দ্বি-পক্ষীয় সিরিজ খুব একটা খেলেন না।

চ্যাম্পিয়নস ট্রফির পর রোহিতকে আর ওয়ানডে খেলতে না দেখলে অবাক হওয়ার কিছু নেই।

তবে মাঞ্জরেকারের আশা রোহিত এবার মনখুলে নিজের খেলাটা খেলবেন, ‘আমি আশা করে রোহিত মনখুলে খেলবে। তার শেষ খেলা হোক বা যাইহোক না কেন তার থেকে আরও কোয়ালিটি খেলা বাকি।’ চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে রান তাড়ায় ৩৬ বলে ৪২ করে সেরকম ইঙ্গিতই দেন রোহিত।

Share this news on:

সর্বশেষ

জুনে এক সঙ্গে সকল স্তরে স্থানীয় নির্বাচনের সুপারিশ, নারাজ বিএনপি Feb 23, 2025
আবারও ৫ দফা দাবি শিক্ষার্থীদের Feb 23, 2025
জার্মানিতে চলছে ভোট, এগিয়ে ডানপন্থিরা Feb 23, 2025
img
‘আইন প্রয়োগে বাধা দিলে যাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ’ Feb 23, 2025
দায়িত্ব নিয়েই দেড় হাজার কর্মী সরাচ্ছেন এফবিআই পরিচালক Feb 23, 2025
কারা পেয়েছিল ইউএসএআইডি’র অনুদান? Feb 23, 2025
রাজকে উদ্দেশ্য করে যা বললেন পরী Feb 23, 2025
সিনেমা থেকে বাদ গেলেন দিঘী, অভিযোগ পেশাদারিত্বের অভাব Feb 23, 2025
নির্বাচন ও ছাত্রদের সংগঠন নিয়ে যে বার্তা দিলেন নাসির উদ্দিন পাটোয়ারী Feb 23, 2025
জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন নিয়ে কথা বলছেন ব্যারিস্টার সারা হোসেন Feb 23, 2025