জুনের মধ্যে এক সঙ্গে সকল স্তরে স্থানীয় নির্বাচন করতে সুপারিশ!

জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করার ব্যাপারে সুপারিশ করেছে সংস্কার কমিশন। বছরের মাঝামাঝি সময়ে স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচন করা যেতে পারে বলে সুপারিশ করেছে তারা। এমনকি মার্চ-এপ্রিলের মধ্যেই ইউনিয়ন, উপজেলা এবং জেলা পরিষদের জন্য অধ্যাদেশ জারি করা যেতে পারে বলে জানা গেছে।

পৌরসভা ও সিটি করপোরেশনের জন্য আরেকটি অধ্যাদেশ জারি করার কথাও জানিয়েছে কমিশন। প্রস্তাবিত ‘স্থানীয় সরকার কমিশন’ এপ্রিলে বিস্তারিত কাজ করলে জুনে ভোট সম্ভব বলেও ধারনা করা হচ্ছে। সরকার ব্যবস্থাকে কার্যকরে ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা এবং সিটি করপোরেশন নির্বাচন একসঙ্গে আয়োজনের সুপারিশ করেছে কমিশন।

গত বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া স্থানীয় সরকার সংস্কার কমিশনের সুপারিশ ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। ড. তোফায়েল আহমেদের নেতৃত্বাধীন কমিশনের প্রতিবেদনের সারসংক্ষেপে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী অকার্যকর হয়ে পড়া স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকরে ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা এবং সিটি করপোরেশন নির্বাচন একসঙ্গে আয়োজন করা যেতে পারে। এতে নির্বাচন ব্যবস্থা সহজ এবং ব্যয়সাশ্রয়ী হবে বলেও জানিয়েছে তারা।

এদিকে স্থানীয় সরকার নির্বাচন আগে করার ব্যাপারে বার বারই দ্বিমত পোষণ করে আসছে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। দলটির একাধিক নেতা এ নিয়ে বহুবার নিজেদের আপত্তির কথা জানিয়ে আসছেন। এ নিয়ে ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির নেতা ইশরাক হোসেন নিজের ভেরিফায়েড ফেসবুকে ঘোষণা দেন, তিনি বেঁচে থাকতে ঢাকার প্রাণকেন্দ্র দক্ষিণ ঢাকায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে দেওয়া হবে না। তার দৃষ্টিতে, মার্কাবিহীন এই স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে খুনি হাসিনার অমানুষ জালেম বাহিনীর উথান ঘটবে।

Share this news on: