আবারও সমালোচনার শিকার কৌতুকশিল্পী মুনাওয়ার

এবার বিতর্কিত শব্দচয়নের কারণে বিপাকে পরেছেন কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকী।

অশালীন মন্তব্যের অভিযোগ উঠেছে মুনাওয়ারের বিরুদ্ধে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ‘হপ্তা ওয়াসুলি’ নামে এক অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজনৈতিক এবং সাংস্কৃতিক নানা বিষয় নিয়ে এই অনুষ্ঠানে ব্যাঙ্গাত্মক কন্টেন্ট তৈরি করা হয়।

মুনাওয়ারের এই অনুষ্ঠানে অংশ নেওয়ার পরেই অভিযোগ উঠেছে, এই অনুষ্ঠান নিষিদ্ধ করার কথাও বলা হয়েছে। আইনজীবী অমিতা সচদেব অভিযোগ করেছেন, এই অনুষ্ঠান সাংস্কৃতিক মর্যাদা লঙ্ঘন করছে।

এক্স হ্যান্ডেলে এক সংগঠনের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘এই অনুষ্ঠান যত তাড়াতাড়ি বন্ধ করা যায়, ততই ভালো। মুনাওয়ার খুবই অশালীন মন্তব্য করেছেন। এই অনুষ্ঠান দেখার আর উপযুক্ত নেই।’


Share this news on: