ক্রিকেট ঈশ্বর শচীনকে টপকিয়ে কোহলির নতুন মাইলফলক

শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে মাত্র ২৮৭ ইনিংসে ওয়ানডেতে ১৪ হাজার রান পূর্ণ করলেন ভিরাট কোহলি। দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের ইনিংসের ১৩ তম ওভারে কোহলির এক কভার ড্রাইভ দেখে পুরো স্টেডিয়াম গর্জে উঠে। সেই গর্জন ছিল কোহলির জন্য, কারণ ওই মুহূর্তেই তিনি ওয়ানডেতে ১৪ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন।

এই ১৪ হাজার রানের ক্লাবে এখন কোহলি তৃতীয় নবীনতম সদস্য। শচীন টেন্ডুলকার এবং কুমার সাঙ্গাকারা ছাড়া অন্য কেউ এখনও এই সম্মান অর্জন করতে পারেননি। তবে কোহলি এখন এক বিশেষ জায়গায় শচীনের চেয়ে এগিয়ে আছেন। সবচেয়ে কম ইনিংস খেলে ১৪ হাজার রান করার রেকর্ড। শচীন যেখানে ৩৫০ ইনিংসে এই মাইলফলক ছুঁয়েছিলেন, সেখানে কোহলির লাগল মাত্র ২৮৭ ইনিংস।

কোহলির দিনটা এখানেই থামেনি। পাকিস্তানের ইনিংসে আরেকটি রেকর্ড গড়েছেন তিনি। ৪৭ তম ওভারে কুলদীপ যাদবের বলে একটি অসাধারণ ক্যাচ নিয়ে তিনি ছাড়িয়ে গেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনকে। পরে আরও দুটি ক্যাচ নেন, যার ফলে ওয়ানডেতে তার ক্যাচের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৮। যা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। এখন কোহলির ক্যাচের সংখ্যা শুধুমাত্র মাহেলা জয়াবর্ধনে ও রিকি পন্টিং এর চেয়ে কম।

Share this news on:

সর্বশেষ