একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ভারত তার ছোট উপগ্রহ উৎক্ষেপণ যান (এসএসএলভি) বেসরকারীকরণের সিদ্ধান্ত নিচ্ছে। এটি পেতে চূড়ান্ত প্রতিযোগী হিসেবে তিনটি প্রতিষ্ঠান তালিকায় রয়েছে। যার মধ্যে একটি হচ্ছে ভারতের বিশিষ্ট আদানি গ্রুপ সমর্থিত আলফা ডিজাইন টেকনোলজিস।
আলফা ডিজাইন টেকনোলজিসে আদানি ডিফেন্স সিস্টেমস অ্যান্ড টেকনোলজিসের অংশীদারি প্রতিষ্ঠান।
আদানির এই প্রতিষ্ঠান ছাড়াও রাষ্ট্র-সমর্থিত ভারত ডায়নামিক্স লিমিটেড এবং হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এই বেসরকারীকরণ চুক্তির চূড়ান্ত রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করবে।
ভারতের এই পদক্ষেপ কেবল মহাকাশ শিল্পে বিপ্লব ঘটানোর জন্যই নয়, বরং দেশকে বিশ্বব্যাপী উপগ্রহ উৎক্ষেপণ পরিষেবার শীর্ষে স্থান দেওয়ার জন্যও ব্যাপক সম্ভাবনা তৈরি করবে।
এই প্রতিযোগিতায় আলফা ডিজাইন টেকনোলজিসের অংশগ্রহণ ভারতের উচ্চাভিলাষী মহাকাশ অনুসন্ধান কর্মসূচিতে বেসরকারি সংস্থাগুলোর ক্রমবর্ধমান অংশগ্রহণকে আরো সামনের দিকে এগিয়ে নেবে।