ইউক্রেন নিয়ে মিথ্যাচার করছেন ট্রাম্প। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের দেয়া সামরিক ও আর্থিক সহায়তা ঋণ বরং অনুদান। এমন দাবি ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির।
২৩ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনের প্রতি প্রকাশ্য সমর্থন দিয়ে গেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। তার প্রশাসন অনুমোদিত সব সহায়তাই অনুদান হিসেবে কিয়েভে পৌঁছেছে বলেও দাবি করেন জেলেনস্কি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন, ইউক্রেনকে দেয়া ৫০০ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা অনুদান নয় বরং ঋণ। যদিও চুক্তিতে অনুদান কিংবা ঋণ বিষয়ে স্পষ্ট শর্ত নেই, তবুও জেলেনস্কির উচিত যেকোনো মাধ্যমে এ ঋণ পরিশোধ করা।
অন্যদিকে জেলেনস্কির দাবি, তিন বছর ধরে চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ওয়াশিংটন কিয়েভকে কেবল ১০০ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে। এটি স্পষ্টতই অনুদান। গেল তিন বছরে কখনওই এই অর্থ পরিশোধের কথা ওঠেনি।
জেলেনস্কি বলেন, ‘যদি ঋণ পরিশোধই মুখ্য হয়ে থাকে, তবে আমি প্রেসিডেন্টের পদ ছেড়ে দিতে প্রস্তুত। ন্যাটো সদস্যপদের বিনিময়েই আমি পদত্যাগ করতে রাজি।’ ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ নন উল্লেখ করে ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, ‘ট্রাম্প প্রশাসন চিরকালের জন্য ক্ষমতায় থাকবে না। তারা গোটা ইউরোপকে শত্রু ভাবছে। আমাদের অনেক বছর ধরে শান্তি দরকার। আমার দেশের জনগণের জন্য আমি যেকোনো কিছু করতে প্রস্তুত।’