নোয়াখালীতে ঘরে ঢুকে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা

নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নে দুর্বৃত্তদের হামলায় তাছলিমা বেগম রোজি (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক ইনুর মা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, চুরির উদ্দেশ্যে ঢোকা কোনো অজ্ঞাতনামা ব্যক্তি এ হামলা চালিয়ে থাকতে পারে। নিহত তাছলিমা বেগম স্বামী পরিত্যক্তা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোজি বাবার বাড়িতে একটি ঘরে একা থাকতেন। সন্ধ্যার পর তিনি নিজ ঘরে ঢুকেন। হঠাৎ রাত ৮টার দিকে তার ঘর থেকে শব্দ শুনতে পান প্রতিবেশীরা। পরে তারা ঘরে ঢুকে দেখতে পান রক্তাক্ত অবস্থায় রোজি মেঝেতে পড়ে আছেন। পাশে একটি রক্তমাখা রামদা পড়ে আছে। পরে স্থানীয়রা তাকে দ্রুত জেলা শহর মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্) মোহাম্মদ ইব্রাহীম। তিনি ঢাকা পোস্টকে বলেন, ভুক্তভোগীকে বাড়ির অন্য লোকজন তার নিজ ঘরে গুরুতর জখম অবস্থায় দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার ভুক্তভোগীকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে অজ্ঞাতনামা ব্যক্তি চুরি করতে গিয়ে এমন হত্যাকাণ্ড ঘটিয়েছে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. আবদু্ল্লাহ আল ফারুক ঢাকা পোস্টকে বলেন, হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হিসেবে একই গ্রামের মো. তারেক (৩৫) এক যুবককে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা রামদা উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


Share this news on:

সর্বশেষ

img
যুক্তরাষ্ট্রের দেয়া ২৯ মিলিয়ন ডলারের বিষয়ে যা বললেন অর্থ উপদেষ্টা Feb 25, 2025
প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে যা জানালো জামায়াত Feb 25, 2025
৫ আগস্টের পর যেভাবে পালালেন আবরারের হত্যাকারী, উত্তাল বুয়েট Feb 25, 2025
শহীদ সেনা দিবস নিয়ে যা বললেন শহীদ পরিবারের সদস্যরা Feb 25, 2025
স্টারলিংক চালুর বিষয়ে যা জানালেন বিটিআরসি চেয়ারম্যান Feb 25, 2025
শ'হীদ সেনা দিবসে যা বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর Feb 25, 2025
সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে এসে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 25, 2025
অন্তর্বতী সরকারের দাবিকে 'হাস্যকর', যা বললেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী Feb 25, 2025
img
নিরাপত্তা খুঁজতে গিয়েই বিপদে পড়েছেন মিরাজরা Feb 25, 2025
img
সারা দেশে র‍্যাবের ২১৮ টহল দল মোতায়েন Feb 25, 2025