নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর ব্যাটিং ব্যর্থতার কারণ ব্যাখ্যা করেছেন মেহেদী হাসান মিরাজ। তার মতে, ব্যাটাররা নিরাপদ সংগ্রহ নিশ্চিত করতে চাইলেও নিয়মিত উইকেট হারানোয় পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
এর আগে পাকিস্তানের মাটিতেই বড় সংগ্রহ গড়ার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। দেড় বছর আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ৩৩৪ রানের বিশাল স্কোর গড়েছিল টাইগাররা। তবে এবার রাওয়ালপিন্ডির ব্যাটিং সহায়ক উইকেটেও দল সেই নিরাপত্তা খুঁজে পায়নি।
সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাটিং ব্যর্থতার কথা স্বীকার করেন। পরে মিক্সড জোনে এসে মিরাজ জানান, অতিরিক্ত ডট বল খেলার কারণে চাপ আরও বাড়ে, যা অন্যভাবে সামাল দেওয়া যেত। তবে একই সঙ্গে তারা নিরাপদ সংগ্রহের দিকেও নজর দিয়েছিলেন বলে জানান তিনি।