একটা উক্তি আছে, আমি তো ডুবেছি, এবার তোমাদের নিয়েও ডুববো! ২০১৯ বিশ্বকাপে আফগান অধিনায়ক গুলবাদিন নাইবের সেই বিখ্যাত উক্তি যেন ফিরে এলো চ্যাম্পিয়ন্স ট্রফিতে। পার্থক্য শুধু, এবার এই কথাটা বলতে পারেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নিউজিল্যান্ডের কাছে হেরে শুধু নিজেরাই বিদায় নেয়নি বাংলাদেশ, সঙ্গে পাকিস্তানকেও নিয়ে গেছে ডুবিয়ে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের পরাজয় নিশ্চিত করলো বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশনের সমাপ্তি। তবে এই হার শুধু বাংলাদেশের জন্যই নয়, পাকিস্তানের জন্যও। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ হেরে ইতিমধ্যেই সেমিফাইনালের দৌড়ে পিছিয়ে ছিল পাকিস্তান। বেঁচে থাকার শেষ আশার নাম ছিল বাংলাদেশ। কিন্তু নাজমুল হোসেন শান্তর দল হেরে যাওয়ায় পাকিস্তানের সেমিফাইনালের স্বপ্নও শেষ হয়ে গেল।
আগামী ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচটি এখন শুধুই আনুষ্ঠানিকতা। কারণ, এই গ্রুপ থেকে ভারত ও নিউজিল্যান্ড দুই ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করেছে।
এদিকে, বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে সমালোচনার ঝড় বইছে ক্রিকেট মহলে। টুর্নামেন্টের আগে যত প্রস্তুতি আর প্রত্যাশা ছিল, মাঠের খেলায় তার ছিটেফোঁটাও দেখা যায়নি। তাই প্রশ্ন থেকেই যাচ্ছে, এই ব্যর্থতার দায় নেবে কে?