নতুন রাজনৈতিক দলে থাকছেন না ঢাবি শিবিরের সাবেক ২ সভাপতি

জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত। তারা দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি।

এক ফেসবুক স্ট্যাটাসে আলী আহসান জোনায়েদ বলেছেন, 'আগামী ২৮ ফেব্রুয়ারি তরুণদের নেতৃত্বে যেই নতুন রাজনৈতিক দলটি আসছে, সেখানে আমি থাকছি না। সে কথা আমি আরো সপ্তাহখানেক আগেই জানিয়েছি দলের নেতাদেরকে। বৃহত্তর ঐক্যের স্বার্থে ও জাতির নজর নতুন দলের উপর নিবদ্ধ রাখতে নীরবতা বেছে নিয়েছিলাম। কিন্তু, চারপাশের গুঞ্জন থামছে না। তাই, স্পষ্ট করে রাখছি।'

তিনি বলেন, 'বারবার বলার পরও যদিও হয়নি, তবুও চাই গণতান্ত্রিক প্রক্রিয়ার যথাযথ অনুসরণ ও ইনক্লুসিভনেস এই দলের বৈশিষ্ট্য হোক। দুঃখজনক বাস্তবতার মুখোমুখি হওয়ার পরও ট্যাগিং ও ট্যাবুর রাজনীতি থেকে মুক্ত হয়ে নতুন ধারার রাজনীতি এই দলের মাধ্যমে শুরু হোক এই প্রত্যাশাই করি।

জোনায়েদ আরও বলেন, 'আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের নেতৃত্বে রাজনৈতিক দল দেশের স্বার্থেই প্রয়োজন। নতুন এই রাজনৈতিক দলের প্রতি আমার দোয়া ও শুভকামনা রইলো। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সততা ও ন্যায়ের পথ থেকে বিচ্যুত না হোক এই দল।'

অন্যদিকে রাফে সালমান রিফাত বলেছেন, '২৮ তারিখে ঘোষিত হতে যাওয়া নতুন রাজনৈতিক দলে আমিও থাকছি না। তবে, আমার রাজনৈতিক পথচলা থেমে থাকবে না।'

তিনি বলেন, 'গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক সম্ভাবনার যে জোয়ার তৈরি হয়েছিলো তাতে শর্ট টার্মে খুব ভালো কিছু পাওয়ার প্রত্যাশা রাখি না আপাতত। কিন্তু, একই সাথে এটাও মনে রাখি যে, রাজনীতি একটা লম্বা রেইস। ধৈর্য নিয়ে লম্বা সময়ের জন্যই আমাদেরকে এই রেসে টিকে থাকতে হবে।'

রাফে সালমান রিফাত বলেছেন, 'আমরা নতুন সেই বাংলাদেশের প্রত্যাশী যেটা হবে সত্যিকার অর্থেই ডেমোক্রেটিক, ইনক্লুসিভ, বৈষম্যহীন এবং আধিপত্য মুক্ত। ঐক্যবদ্ধতা ও মধ্যমপন্থাই হবে আমাদের শক্তি। দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিহাদ চলবে। আঞ্চলিক আগ্রাসনের বিরুদ্ধেও আমাদের লড়াই চলবে। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য আমরা জান দিয়ে লড়বো।'

Share this news on:

সর্বশেষ

৪০ হাজার টাকার সালোয়ার কামিজ পরে পূজায় ক্যাটরিনা Feb 26, 2025
হুমায়ূন আহমেদের জনপ্রিয় ‘তিন চরিত্র’ আবার একসঙ্গে Feb 26, 2025
প্রেমের প্রস্তাবে সাড়া দিলেই ১ কোটি ২৫ লাখ টাকার গাড়ি! Feb 26, 2025
img
রুয়েটে আজীবনের জন্য বহিষ্কার নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতিসহ ৪ জন Feb 26, 2025
img
৬০২ ফিলিস্তিনিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল Feb 26, 2025
img
এপ্রিলে শুরু হবে ইতা‌লির কর্ম ভিসার নতুন আবেদন প্রক্রিয়া Feb 26, 2025
img
এই সরকারের ব্যর্থতা হলো কাউকে ম্যানেজ না করে চলা : আসিফ মাহমুদ Feb 26, 2025
img
৫ আগস্টের অভ্যুত্থানে পেছনের নায়ক তারেক রহমান, মূল শক্তি ছাত্রদল: আযম খান Feb 26, 2025
img
'মান্নাত' ছেড়ে নতুন ঠিকানায় শারুখ পরিবার Feb 26, 2025
img
ইব্রাহিমের বিশ্বরেকর্ড, বিশাল সংগ্রহ আফগানিস্তানের Feb 26, 2025