রালফ ওয়াল্ডো এমারসন ১৮০৩ সালের ২৫ মে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিখ্যাত আমেরিকান লেখক ও দার্শনিক।
এমারসন ১৯ শতকের সবচেয়ে প্রভাবশালী আমেরিকানদের মধ্যে একজন ছিলেন। তিনি মূলত ইউনিটারিয়ান রাজনীতিবিদ হিসেবে পরিচিত ও প্রতিষ্ঠিত হলেও পরে মন্ত্রীপরিষদের পদ ছেড়ে দিয়ে লেখালেখির মধ্যে নিয়োজিত হন।
তার কিছু বিখ্যাত গ্রন্থ হলো- ‘সেল্ফ রিলায়েন্স’, ‘ন্যাচার’, ‘দ্য আমেরিকান স্কোলার’, ‘দ্য ওভার সোল’, ‘দ্য কন্ডাক্ট অফ লাইফ’, ‘ইংলিশ ট্রেইটস’, ‘কনকর্ড হায়েম’, ‘দ্য রোডোরা’, ‘ব্রাহামা’, ‘ঊরীয়েল’ ইত্যাদি।
এমারসন ১৮৮২ সালের ২৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের কনকর্ডে মৃত্যুবরণ করেন।
তার একটি উক্তি-
“পৃথিবীর সব ভালো বক্তা প্রথম দিকে
নিকৃষ্ট মানের বক্তা ছিলেন।”