রাজশাহী সীমান্তে বিদেশি অস্ত্র ও মাদক উদ্ধার

রাজশাহী সীমান্তের পূর্ব বাথানবাড়ি সীমান্ত এলাকায় একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার গভীর রাতে চোরাকারবারীদের ধাওয়া করে এগুলো উদ্ধার করা হয়। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলামের নেতৃত্বে ৬ সদস্যের একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ৬৮/৬-এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব বাথানবাড়ি নামক স্থানে অবস্থান নেয়।

এ সময় ৪-৫ জনের একটি সংঘবদ্ধ অস্ত্র পাচারকারী দল ভারত থেকে বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদেরকে মৌখিক বাধা দেয়। কিন্তু অস্ত্রপাচারকারীরা বিজিবির ওপর আক্রমণাত্মক হয়ে ওঠে। পরে টহলদল পাচারকারীদের আটকের করার চেষ্টা করলে তারা ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

ঘটনাস্থল হতে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন এই বিজিবি কর্মকর্তা।

 

টাইমস/এএস/এসআই

Share this news on: