দেশের রাজনৈতিক ভাগ্য জনগণই নির্ধারণ করবে: মির্জা ফখরুল

বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য কেবল তার জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর হোটেল ওয়েস্টিনে ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের নিয়ে ইফতার করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির জ্যেষ্ঠ নেতারা। ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মহাসচিব এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা আশা করি আমাদের বিশ্বব্যাপী বন্ধু এবং অংশীদাররা আমাদের সম্মিলিত বিকাশের জন্য ‘অ-হস্তক্ষেপ’, ‘সার্বভৌমত্ব’ এবং ‘বিরোধের শান্তিপূর্ণ সমাধান’-এর বিশ্বব্যাপী নিয়মগুলোকে সম্মান করবে।

বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্র, জবাবদিহিতা, আইনের শাসন, সুশাসন, ন্যায়বিচার এবং মানবতা সমুন্নত রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা নিশ্চিত করতে চাই যে, বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য কেবল জনগণই নির্ধারণ করবে।’

এ সময় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জন ড্যানিলোভিজ, পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ, তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনকে নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক টেবিলে বসে ইফতার করেন।

ইফতারে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন, জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল উলিয়াম মিলার ছাড়াও রাশিয়া, জাপান, কানাডা, সংযুক্ত আবর আমিরাত, নরওয়ে, সুইডেন, স্পেন, ফ্রান্স, ইতালি, দক্ষিণ কোরিয়া, নেপাল, ইরাকসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেন।

জাতিসংঘের বিভিন্ন সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কূটনীতিকরাও ছিলেন এই আয়োজনে।

এসএম

Share this news on:

সর্বশেষ

নতুন মামলায় গ্রেফতার সালমান,আতিক,মহিবুল Mar 13, 2025
দাম বাড়িয়েও যে কারণে তামাকপণ্য নিয়ন্ত্রণ সম্ভব হয়নি Mar 13, 2025
ট্রাম্পকে পাত্তাই দিলেন না ইরানের প্রেসিডেন্ট Mar 13, 2025
ভাইরাল জাস্টিন ট্রুডোর অঙ্গভঙ্গি,কিসের ইঙ্গিত? Mar 13, 2025
৩০ দিনের যু''দ্ধবির''তিতে রাজি জেলেনস্কি, যা জানালেন ট্রাম্প প্রতিনিধি Mar 13, 2025
আমি শুধু এন্টারটেইনার!" – সাক্ষী প্রধানের স্বীকারোক্তি Mar 13, 2025
কামাল হাসানের প্রেম ও বিচ্ছেদ: এক অসম্পূর্ণ গল্পের নাটকীয় মোড়" Mar 13, 2025
ঢাকাই সিনেমার নায়িকারা কে কত আয় করেন? Mar 13, 2025
বলিউডের অন্ধকার দিক: সুভাষ ঘাইয়ের মুখে বাজেট আত্মসাতের গল্প! Mar 13, 2025
img
বিএনপির ভাইস চেয়ারম্যান হলেন নার্গিস ও চেয়ারপারসনের উপদেষ্টা ইয়াসিন Mar 13, 2025