পুরান ঢাকায় মসজিদের ভেতরে ‘মেনজ ক্লাবের’ ফটোশুট! সমালোচনার ঝড়

মসজিদের ভেতরে ফটোশুট করে বিতর্কের মুখে পড়েছে দেশের প্রথম সারির জনপ্রিয় ফ্যাশন হাউজ ‘মেনজ ক্লাব’।

ঈদকে সামনে রেখে গত শুক্রবার পুরান ঢাকার আরমানিটোলার ‘তারা মসজিদ’ এর ভেতরে প্রতিষ্ঠানটির নতুন পণ্যের ফটোশুট হয়।

সাথে সাথে ফটোশুটের ছবি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এ নিয়ে বইছে সমালোচনার ঝড়।

ছবিতে দেখা যায় লাইট, ক্যামেরা নিয়ে ফটোগ্রাফার এবং সহকারীরা মসজিদের প্রথম কাতারে দাঁড়িয়ে আছেন। মসজিদের ভেতরে তাদের সাথে একজন নারীকেও দেখা গেছে ।

জানা গেছে, ফটোশুটটির ক্যামেরার দায়িত্বে ছিলেন শাকিব মুহতাসিম। আর মডেল হিসেবে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন মাহবুব, নাহিদ প্রমুখ।

মেনজ ক্লাবের এ ধরনের ফটোশুট প্রসঙ্গে ফেসবুকে মাসুদ আনসারী নামে একজন লিখেছেন, মসজিদে চলছে ব্র্যান্ড MENZ KLUB এর ঈদ কালেকশন শুট! এমন কাজকে ধিক্কার জানাই। মসজিদ কর্তৃপক্ষ কই? এরা কীভাবে ঢুকলো? আমার প্রশ্ন হচ্ছে, এরা সাহসটা পাইলো কই? বাড়াবাড়ির একটা লিমিট থাকা উচিত। এই লজ্জাজনক কাজটার জন্য ব্র‍্যান্ড কর্তৃপক্ষ যদি ক্ষমা বা অনুতপ্ত না হয়; তাহলে এটাকে ভাইরাল করে দিন যেভাবে পারেন। আর কিচ্ছু লাগবে না, এই ব্র‍্যান্ডের দাফন হয়ে যাবে।

‘পুরান ঢাকা’ নামে একটি ফেসবুক গ্রুপ লিখেছে- ধিক্কার জানাই MENZ KLUB কে। মসজিদের পবিত্রতা নষ্ট করার জন্য। আমাদের ঈমান দিন দিন নষ্ট হচ্ছে বলেই আজ আমাদের দেশে ‘ফনির মতন’ এত আজাব আসতেছে। আপনারা দেশ সেরা ব্র্যান্ড। আপনারাই যদি এমন কাজ করেন, অন্য ছোট ব্র্যান্ডরাও আপনাদের পথ অনুসরণ করবে। আমরা সবাই জানি মসজিদে ক্যামেরা ব্যবহার করা নিষেধ। সেখানে আপনেরা প্রি-প্ল্যান ফটোশুট করছেন। ‘তারা মসজিদ’-এর মতন একটি বিখ্যাত মসজিদে কীভাবে আপনারা অনুমতি পান ফ্যাশন ফটোশুট করতে? ভাই আমরা এত বেশি নামাজ পড়ি যে লোকে নাম দিয়েছে ‘শুক্কুর বারের মুসলমান’! ভাই দয়া করে আর পাপের বোঝা বাড়াইয়েন না। না হলে ‘ফনির’ পর ‘কনি’ আসবে। আপনাদের এই ফ্যাশন ফটোসেশন মসজিদ অবমাননাকারীর শামিল।

আজম আহমেদ নামে একজন লিখেছেন-ঢাকার বিখ্যাত ‘তারা মসজিদ’-এ MENZ KLUB এর ঈদ ফটোশুট : মসজিদ ইবাদতের স্থান আর এরা এখানে ফটোশুট করার অনুমতি পেল কি করে? মেনজ ক্লাবের মতো একটি নামকরা ব্র্যান্ড যদি এই গর্হিত কাজ করে পরবর্তীতে অন্যরাও উৎসাহিত হবে, আল্লাহর ঘরে ঈদ ফটোশুট করতে।

আল্লাহ সবাইকে সঠিক বিষয় বোঝার তাওফিক দিক। এমন অসংখ্য বিতর্কিত মন্তব্য এখন ফেসবুক দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে।

জানা গেছে, মেনজ ক্লাবের ফটোশুটের বিষয়টি দেখাশোনা করেন প্রতিষ্ঠানটির পরিচালক সারেক মাহমুদ। তিনি নিজেও একজন মডেল।

মসজিদের ভেতরে ফটোশুট প্রসঙ্গে জানতে চাইলে গণমাধ্যমকে তিনি বলেন, ‘এই ফটোশুটের দায়িত্বে ছিল অন্য কেউ। এটা কোথায় হয়েছে, আমার জানা নেই।’

তবে ফটোশুটের দায়িত্বে থাকা ওই ব্যক্তির নাম বা ফোন নম্বর দিতে অস্বীকৃতি জানান তিনি।

 

টাইমস/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
ধান কাটা, ঝড়-বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম ছিল, তবে সন্তোষজনক : ওবায়দুল কাদের May 08, 2024
img
২৩ ফুট লম্বা শাড়ির আঁচলে রূপকথার পরী আলিয়া! May 08, 2024
img
সাকিব-সৌম্য-মুস্তাফিজকে নিয়ে বাংলাদেশের দল ঘোষণা May 08, 2024
img
প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ৩০-৪০ শতাংশ ভোট পড়েছে: সিইসি May 08, 2024
img
জনগণের কষ্ট লাঘবে সরকার সবসময় সচেষ্ট: প্রধানমন্ত্রী May 08, 2024
img
এক লাফে ৭ টাকা বেড়ে ডলারের দাম উঠল ১১৭ টাকায় May 08, 2024
img
শুধু ইসলাম নয়, সব ধর্মাবলম্বীদের কল্যাণে কাজ করছে সরকার’ May 08, 2024
img
বাংলাদেশে করোনা টিকা চলবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী May 08, 2024
img
হজ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী May 08, 2024
img
পঞ্চগড়ে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি যুবক নিহত May 08, 2024