ফের আন্দোলনে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা

বকেয়া বেতন পরিশোধের দাবিতে উৎপাদন বন্ধ করে ফের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা।

বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) সঙ্গে চুক্তি অনুযায়ী ১০ সপ্তাহের বকেয়া মজুরি পরিশোধ না করায় শ্রমিকরা এ ধর্মঘটের ডাক দিয়েছেন।

সোমবার সকাল ৬টায় মিলের কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও তাতে শ্রমিকরা যোগ দেননি। সকাল সাড়ে ৮টায় তারা স্ব-স্ব মিল গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ ও মতবিনিময় করেন।

এছাড়া রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিক সিবিএ-নন সিবিএ ঐক্য পরিশোধ সোমবার বেলা ১১টায় জরুরি বৈঠক আহ্বান করেছে। ওই বৈঠকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

বিজেএমসির খুলনা অঞ্চলের প্রধান মো. সাজ্জাদ হোসেন বলেন, শ্রমিকরা হঠাৎ করেই কাজে যোগ না দিয়ে ধর্মঘট শুরু করেছেন। মন্ত্রণালয় থেকে অর্থছাড় না হওয়ায় শ্রমিকদের মজুরি পরিশোধ করা যায়নি। এই অজুহাতে রোববার রাতে স্টার জুট মিল, প্লাটিনাম জুবলী জুট মিল ও ক্রিসেন্ট জুট মিলের শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখে ধর্মঘট শুরু করেন। তবে সোমবার ভোর থেকে নয়টি জুট মিলের শ্রমিকরা কাজ বন্ধ করে ধর্মঘট শুরু করেছেন।

শ্রমিক নেতা খলিলুর রহমান জানান, সোমবার বেলা ১১টায় ক্রিসেন্ট শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সিবিএ-নন সিবিএ এর সভা থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

পাটকল শ্রমিক লীগের খুলনা-যশোর অঞ্চলের আহ্বায়ক মো. মুরাদ হোসেন বলেন, পাট মন্ত্রণায়লয় ও বিজেএমসি’র সঙ্গে বৈঠকে ২৫ এপ্রিলের মধ্যে পাটকল শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধের কথা বলা হয়। কিন্তু এ পর্যন্ত মজুরি প্রদান করা হয়নি। মজুরি না পেয়ে শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছে। এ কারণে ক্ষিপ্ত শ্রমিকরা মিলের উৎপাদন বন্ধ করে দিয়েছে।

উল্লেখ্য, বকেয়া পাওনাসহ ৯ দফা বাস্তবায়নের দাবিতে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলে ৯৬ ঘণ্টা ধর্মঘট ও ৪ ঘণ্টা রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচীর ডাক দেয় পাটকল শ্রমিক লীগ। ১৫ এপ্রিল এ আন্দোলনের ১ম দিনে কর্মসূচী চলাকালে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সঙ্গে শ্রমিকলীগ ও সিবিএ নন-সিবিএ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। ২৫ এপ্রিলের মধ্যে শ্রমিকদের ১০ সপ্তাহের মজুরী, ৩ মাসের বেতন ও আগামী ১৮ মে’র মধ্যে মজুরি কমিশনের অর্থের হিসাব দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় বৈঠকে। সে অনুযায়ী লিখিতও দেন বিজেএমসির চেয়ারম্যান শাহ মোহাম্মদ নাসিম। ২৫ এপ্রিলের মধ্যে ১০ সপ্তাহের মজুরী ও ৩ মাসের বেতন পরিশোধে বিজেএমসি ব্যর্থ হলে রাষ্ট্রায়ত্ত ২৬টি পাটকলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পাটকল শ্রমিকলীগের কেন্দ্রীয় নেতারা শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাথে সাক্ষাৎ করেন। তিনি শ্রমিক নেতাদের কাছ থেকে এক সপ্তাহ সময় নেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
মিথিলা হাতে উঠলো ভারতের ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার May 04, 2024
img
আট দফা কমার পর বাড়লো স্বর্ণের দাম May 04, 2024
img
মুসলিম উম্মাহর একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী May 04, 2024
img
সুন্দরবনের গহীনে ভয়াবহ আগুন May 04, 2024
img
সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার May 04, 2024
img
আইপিএলে প্লে অফে ওঠার দৌড়ে এগিয়ে যারা May 04, 2024
img
শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে যাত্রীরা, ৬ ট্রেনের যাত্রা বাতিল May 04, 2024
img
সরকার গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে: প্রতিমন্ত্রী May 04, 2024
img
শিক্ষকদের মর্যাদা ও বেতন বাড়াতে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী May 04, 2024
img
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হামাস May 04, 2024