ত্রিশাল উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জয়ী

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মতিন সরকার বিজয়ী হয়েছেন। আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিন পেয়েছেন ৫১ হাজার ৯৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী ইকবাল হোসেন পেয়েছেন ৪৬ হাজার ৪৪১ ভোট।

রোববার রাতে ভোটগণনা শেষে সহকারী রিটার্নিং কর্মকর্তা এ ফলাফল ঘোষণা করেন।

ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪১ হাজার ৪৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হুমায়ুন কবির আকন্দ (তালা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইব্রাহীম খলিল নয়ন (টিউবওয়েল) পেয়েছেন ৩২ হাজার ৪৪৯ ভোট।

ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৪২ হাজার ৭৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোছা: মাহমুদা খানম (কলস)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শিরিন ইসলাম (বৈদ্যুতিক পাখা) পেয়েছেন ২৫ হাজার ৭৯১ ভোট।

উল্লেখ্য, ২৮ মার্চ ত্রিশালে ভোট হওয়ার কথা থাকলেও উচ্চ আদালতের আদেশে তা স্থগিত হয়ে যায়। পরে আপিল বিভাগে ওই মামলার নিষ্পত্তি হলে নির্বাচন কমিশন ত্রিশালের নির্বাচনের জন্য ৫ মে দিনতারিখ নির্ধারণ করেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ