বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অস্তিত্ব নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর নেই। তবে, সেই দাবিকে প্রত্যাখ্যান করেছেন সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা।
৭ মার্চ বিকেলে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন আর নেই। এটি থেকে একটি ছাত্র সংগঠন ও রাজনৈতিক দল তৈরি হয়েছে। এই পরিচয়ের আর কোনো অস্তিত্ব নেই। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ যদি এই পরিচয় ব্যবহার করে অপকর্ম করে, তবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
কিন্তু কয়েক ঘণ্টা পর, রাত ৮টা ৫৫ মিনিটে ফেসবুকে এক স্ট্যাটাসে উমামা ফাতেমা দাবি করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্ত হয়নি। সকল অংশীদারের আলোচনা ছাড়া এটি বিলুপ্ত হবে না। বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি।
মূলত জুলাই অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ও ছাত্র সংগঠনের গঠনের ফলে পুরনো আন্দোলনের অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। নাহিদ ইসলাম ছিলেন সেই আন্দোলনের অন্যতম নেতা, যার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার পতনের মুখে পড়ে। নতুন সরকার গঠিত হলে তিনি তাতে যোগ দিলেও পরে পদত্যাগ করে এনসিপির দায়িত্ব নেন।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এখন সাংগঠনিক বিস্তারে মনোযোগী এবং নির্বাচনী প্রস্তুতির চেয়ে রাজনৈতিক সংস্কারে গুরুত্ব দিচ্ছে। তবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নতুন বিতর্ক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।