চাঁদাবাজির অভিযোগে গণতান্ত্রিক ছাত্র সংসদ নেতার সদস্য পদ স্থগিত

ইন্টারনেট ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ ওঠার পর সদ্য গঠিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপুর সদস্যপদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে, তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে কি না, সে বিষয়ে এক কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) রাতে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব জাহিদ আহসানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানা হয়।  এতে বলা হয় সাংগঠনিক আচরণবিধি ভঙ্গ ও নৈতিক স্খলনের কারণে গোলাম কিবরিয়ার সদস্য পদ স্থগিত করা হলো।

এর আগে শুক্রবার রাতে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ফেসবুকে গোলাম কিবরিয়ার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তার পরিচিত একজন ব্যক্তি ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবসা করেন। তার কাছে গোলাম কিবরিয়া ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছেন। বিষয়টি পরে সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ককে জানানো হয়।

এ বিষয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্যসচিব জাহিদ আহসান বলেন, ‘ফেসবুক পোস্টের ভিত্তিতে আমরা তার (গোলাম কিবরিয়ার) ব্যাপারে অভিযোগ পাই।  পরবর্তী সময়ে প্রাথমিকভাবে সেটার সত্যতা পেয়ে তার সদস্যপদ স্থগিত করি এবং কেন তাকে বহিষ্কার করা হবে না, এ বিষয়ে তাকে কারণ দর্শাতে বলি।’

এদিকে, সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার শোকজের কপি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আবদুল কাদেরও শোকজের কপি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স। শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে কোনো সন্ধানীকে জুলাই স্পিরিট নষ্ট করার সুযোগ দিবো না।’

আরএইচ

Share this news on:

সর্বশেষ

img
তামিম ইকবালের সেঞ্চুরি, ৯ উইকেটে মোহামেডান বড় জয় Mar 12, 2025
img
গায়ে রং মাখার শর্তে ‘অ্যাভাটার’ সিনেমার প্রস্তাব ফেরান গোবিন্দ! Mar 12, 2025
img
রাজধানীতে উপাধ্যক্ষ হত্যা, গ্রেফতার দম্পতির দায় স্বীকার Mar 12, 2025
img
বৃহস্পতিবার সারাদেশে ২ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা Mar 12, 2025
img
আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড:অ্যান্ডি রবার্টস Mar 12, 2025
img
রিসিভার নয়, নিজস্ব তত্ত্বাবধানে চলবে বেক্সিমকো গ্রুপ : হাইকোর্ট Mar 12, 2025
img
কোম্পানি রিটার্ন দাখিলের সময় বাড়লো ৩০ এপ্রিল পর্যন্ত Mar 12, 2025
img
হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন শমী কায়সার Mar 12, 2025
img
বাংলাদেশি নাগরিকদের জন্য চিকিৎসা সেবা উন্মুক্ত করলো চীন Mar 12, 2025
img
সেপ্টেম্বরে আন্তর্জাতিক রোহিঙ্গা কনফারেন্স হবে বাংলাদেশে: প্রেস সচিব Mar 12, 2025