যমজ বোনের ‘যমজ’ গোল্ডেন জিপিএ

পিংক ও পার্ল যমজ দুই বোন। দুজনই বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছে। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে দুজনেই জিপিএ-৫ পেয়েছে। তাও আবার গোল্ডেন!

সোমবার ফল প্রকাশের পর ভিকারুননিসা স্কুলের মাঠে শিক্ষার্থীদের বাদ্যবাজনা আর উল্লাস চলছিল। সেখানেই মনের আনন্দে নাচতে দেখা গেল পিংক ও পার্লকে।

দুজনেরই পরনে স্কুলের ইউনিফর্ম, চোখে গোল ফ্রেমের চশমা, মাথায় দুটি করে বেণি। সবচেয়ে বড় কথা হল দুজন দেখতে একই রকম!

পিংক এবং পার্ল এর বাবা-মা চিকিৎসক, থাকেন সৌদি আরবে। সৌদি আরবেই ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়েছে তারা। ভিকারুননিসায় ভর্তি হয় সপ্তম শ্রেণিতে। ঢাকায় নানা-নানির কাছে থাকে ওই দুই বোন।

জেএসসিতে তারা দুজনই গোল্ডেন জিপিএ ৫ পেয়েছিল। এসএসসিতেও একই সঙ্গে গোল্ডেন জিপিএ ৫ পাওয়ায় ভীষণ খুশি তারা।

পিংক বলে,আলহামদুলিল্লাহ আমরা দুই বোনই গোল্ডেন জিপিএ পেয়েছি। এজন্য আমরা দুজন খুবই হ্যাপি।

পার্ল বলে, এই রেজাল্ট পেতে আমাদের বাবা-মা, খালা এবং বন্ধুদের অনেক সহযোগিতা আছে। সবার প্রতি আমরা কৃতজ্ঞ। বিশেষ করে আমার খালামনির অনেক অবদান আছে।

 

টাইমস/জেডটি

Share this news on:

সর্বশেষ