বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু মন্তব্য করেছেন মানুষকে বিভ্রান্ত করতে কেউ কেউ খেলাফতের ট্যাবলেট বিক্রি শুরু করেছে।
শনিবার (৮ মার্চ) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ধর্মভিত্তিক দলগুলোর সমালোচনা করে টুকু বলেন, নতুন করে কেউ ধর্ম, কেউ খেলাফতের ট্যাবলেট বিক্রি শুরু করেছে, যাতে মানুষ বিভ্রান্ত হয়।
জিয়াউর রহমানের রাজনৈতিক দল গঠনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি গঠনের তুলনা করা ভুল মন্তব্য করে তিনি বলেন, ’৬৯ এর গণঅভ্যুত্থানে ছাত্ররা নেতৃত্ব দিয়েছিলো কিন্তু দল করেনি, ক্ষমতায় যেতে চায়নি।
তিনি বলেন, একটা গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, যাতে পতিত স্বৈরাচার ফিরে আসে।
বিএনপির এই নীতিনির্ধারক বলেন, তারেক রহমান দেশে ফিরবেন, নির্বাচন হতেই হবে। কোনো দল হুমকি-ধমকি দিলে বিএনপিও আর চুপচাপ বসে থাকবে না।
এসএম