আফ্রো-আমেরিকান কবি মায়া অ্যাঞ্জেলো ১৯২৮ সালের ৪ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে কবি, সাহিত্যিক ও সামাজিক আন্দোলনের একজন সক্রিয় কর্মী।
‘আই নো হোয়াই দ্য কেজড বার্ড সিঙ্গস’ এই আত্মজীবনীর জন্য বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। জীবনের প্রথম ১৭টি বছর ধরা রয়েছে এই বইয়ে। তারপর লিখেছেন আরও ৬টি আত্মজীবনী। কবিতা-প্রবন্ধ মিলিয়ে লিখেছেন ৩০টিরও বেশি বই।
২০১১ সালে প্রেসিডেন্ট ওবামা তাকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রেসিডেন্টসিয়াল মেডেল অব ফ্রিডম দিয়ে সম্মানিত করেছিলেন।
মহীয়সী এই নারী ২০১৪ সালের ২৮ মে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার উইনস্টন-সালেম এলাকার নিজ বাসভবনে ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার একটি উক্তি হলো-
“আনন্দের সঙ্গে দান ও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ হলে, সেই দান ও গ্রহণ মধুর হয়ে ওঠে।”