দেশে পৌঁছেছে সুবীর নন্দীর লাশ

বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর লাশ দেশে এসে পৌঁছেছে। বুধবার ভোর ৬টা ১০ মিনিটে রিজেন্ট এয়ারওয়েজের একটি উড়োজাহাজে লাশ ঢাকায় এসে পৌঁছায়।

একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় এই সংগীত শিল্পী বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর চারটায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাজধানীর সবুজবাগের বরদেশ্বরী কালী মাতা মন্দির ও শ্মশানে বুধবার তার শেষকৃত্য সম্পন্ন হবে।

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকালে সুবীর নন্দীর লাশ নিয়ে যাওয়া হয় তার গ্রিনরোডের বাসায়। সেখান থেকে সকাল ১১টায় সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য নেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।

দুপুর ১২টার দিকে শিল্পীর লাশ শ্রদ্ধা নিবেদনের জন্য নেয়া হবে এফডিসিতে। সেখান থেকে নেয়া হবে রামকৃষ্ণ মিশনে। পরে দাহ করার জন্য নেয়া হবে সবুজবাগের বরদেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশানে।

 

টিাইমস/জিএস

Share this news on: