গুয়েতেমালার কারাগারে কয়েদিদের মধ্যে সংঘর্ষে নিহত ৭

গুয়েতেমালার রাজধানী গুয়েতেমালা সিটির কাছাকাছি একটি কারাগারে কয়েদিদের মধ্যে গোলাগুলিতে অন্তত সাত জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২০ জন।

বিবিসি জানায়, সহিংসতা বন্ধ করতে ১৫০০ সেনা ও পুলিশ পাঠানো হয়েছে কারাগারটিতে।

কারাগারের কর্মকর্তারা জানায়, দুই বন্দির মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে গোলাগুলি শুরু হয়। ওই দুই বন্দির মধ্যে একজন ‘নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন’।

১৯৭০ সালে নির্মিত পাবন নামের ওই কারাগারটিতে এক হাজার বন্দির ধারণ ক্ষমতা থাকলেও সেখানে অন্তত চার হাজার বন্দি রাখা হয়েছে।

বার্তা সংস্থা এএফপিকে কারা কর্মকর্তারা জানায়, কয়েদিরা প্রায় আট ঘণ্টা ধরে কারাগারটি নিয়ন্ত্রণ করেছিল।

 

টাইমস/এসআই

 

Share this news on:

সর্বশেষ