এবার মা-বোনের বিরুদ্ধে মামলা করবেন পপি

পারিবারিক বিরোধের জেরে সম্প্রতি আলোচনায় আসেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপি। বিরোধের সূত্রে এই নায়িকার নামে খুলনার সোনাডাঙ্গা থানায় জিডি করেছেন তার ছোট বোন ফিরোজা পারভীন খেয়ালি। বাবার ছয় কাঠা জমি দখলের চেষ্টার অভিযোগে পপির নামে গত ৩ ফেব্রুয়ারি সাধারণ ডায়েরি (জিডি) করেন ফিরোজা পারভীন। এরপর পপিও একই থানায় মা, ভাই ও বোনের নামে থানায় সাধারণ ডায়েরি 

এ ঘটনার এক মাস পেরিয়ে গেছে। সম্প্রতি সাধারণ ডায়েরির সর্বশেষ অবস্থা জানতে চাইলে গণমাধ্যমকে পপি বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। আমার করা সাধারণ ডায়েরি তদন্তাধীন। আইনিভাবেই লড়াই করব।

বর্তমানে মামলার প্রস্তুতি চলছে। অন্যায়ভাবে আমার জমি দখলে রেখেছে। ছয় কাঠা জমির দলিল আমার নামে। সামনের অংশের জমিতে ভাগ পাব।
কিন্তু সব কিছু মা-বোনেরা দখলে রেখেছে। সামনে যে ঘর তুলেছিলাম, তা থেকে প্রায় ৬০ হাজার টাকা ভাড়া আসে। সব তারাই নেয়।’

মায়ের বিরুদ্ধে সংসার ভাঙার অভিযোগ এনে পপি বলেন, ‘নিজের কোনো শখ-আহ্লাদও পূরণ করিনি। নিজের সবটা দিয়ে পরিবারকে দেখেছি।
সেই মা আমার স্বামী ও সন্তান নিয়ে মিডিয়ায় ছোট করেছে। আমি চেয়েছিলাম সময়-সুযোগ বুঝে স্বামী-সন্তান নিয়ে কথা বলব। কিন্তু খুব বাজেভাবে স্বামী ও সন্তানকে উপস্থাপন করেছে। আমি বিয়ে করে সংসারী হয়েছি। আমার শেষ আশ্রয় যেটা ছিল, যে আমাকে আশ্রয় দিয়েছে; জীবন বাঁচাতে দায়িত্ব নিয়েছে। কিন্তু সেই মানুষটাকেও অসম্মান করেছে। সংসার নষ্ট করার চেষ্টা করছে। এটা পৃথিবীর কোনো মা করতে পারে না।

শ্বশুরবাড়ি ফোন করে নানা মিথ্যাচার করেছে। আমাকে ডিভোর্স দেওয়ার জন্য বলেছে। যাদের উপকার করেছি, তারা আমার ক্ষতি করছে। শ্বশুরবাড়িতে যে সম্মানে থাকব তা-ও দিচ্ছে না। প্রতিনিয়ত অসম্মানিত করছে। এ জন্য উঠতে-বসতে কথা শুনতে হয়। বিয়ে করেছি, সামনে আনিনি। এটা আমার ব্যক্তিগত বিষয়। অন্যায় কিছু করিনি। প্রতিটি মানুষের একট ব্যক্তিগত বিষয় থাকে। আমি চাইনি আমার ব্যক্তিগত বিষয় মিডিয়ায় আসুক।’

পপির সঙ্গে তার মা-বোন যে অন্যায় করছে তা ভাই দীপু স্বীকার করেছেন, যার কয়েকটি ভিডিও হাতে এসেছে গণমাধ্যমের। সেই ভিডিও দেখে এমনটাই জানা গেছে। তবে পপির অভিযোগ সত্য নয় বলে দাবি মা ও বোনের। এদিকে পপি বলছেন তার কাছে জমি ক্রয়ের দলিল এবং তার ব্যাংক থেকে বোনের ব্যাংকে টাকা ট্রান্সফার করার স্টেটমেন্ট রয়েছে। পপির পাঠানো দলিলে ৬ কাঠা জমি ক্রয়ের সত্যতা পাওয়া গেছে।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
রাজধানীতে উপাধ্যক্ষ হত্যা, গ্রেফতার দম্পতির দায় স্বীকার Mar 12, 2025
img
বৃহস্পতিবার সারাদেশে ২ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা Mar 12, 2025
img
আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড:অ্যান্ডি রবার্টস Mar 12, 2025
img
রিসিভার নয়, নিজস্ব তত্ত্বাবধানে চলবে বেক্সিমকো গ্রুপ : হাইকোর্ট Mar 12, 2025
img
কোম্পানি রিটার্ন দাখিলের সময় বাড়লো ৩০ এপ্রিল পর্যন্ত Mar 12, 2025
img
হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন শমী কায়সার Mar 12, 2025
img
বাংলাদেশি নাগরিকদের জন্য চিকিৎসা সেবা উন্মুক্ত করলো চীন Mar 12, 2025
img
সেপ্টেম্বরে আন্তর্জাতিক রোহিঙ্গা কনফারেন্স হবে বাংলাদেশে: প্রেস সচিব Mar 12, 2025
img
মাগুরার শিশুটির অবস্থার আরো অবনতি : প্রেসসচিব Mar 12, 2025
img
শেখ হাসিনা-ইমরান এইচ সরকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Mar 12, 2025