নিজ দলের সমর্থকদের দুয়ো শোনা সহজ নয়, তবে সেটাই হাসিমুখে মেনে নেওয়ার চেষ্টা করছেন রেয়াল মাদ্রিদের মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনি। নিজের উত্তর দিতে চান পারফরম্যান্সের মাধ্যমে।
গত নভেম্বরে চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সের কারণে দুয়ো শুনতে হয় চুয়ামেনিকে। একই অভিজ্ঞতার সম্মুখীন হন জানুয়ারিতেও।
তবে কঠিন সময়ে পাশে পেয়েছেন কোচ কার্লো আনচেলত্তিকে। সাম্প্রতিক ভালো পারফরম্যান্সের সুবাদে প্রশংসাও কুড়িয়েছেন ফরাসি এই ফুটবলার। বাইরের সমালোচনায় কান না দিয়ে ছন্দ ধরে রাখতে চান ২৫ বছর বয়সী চুয়ামেনি।
“প্রতিটা ম্যাচের আগে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো মনোযোগী থাকা, যা আমারও করতে হয়। অবশ্যই আমি ম্যাচ চলার সময়ে দুয়ো শুনেছি। তবে সব ম্যাচেরই আলাদা একটা গল্প থাকে। দুয়ো শুরুর পর আমি ম্যাচে ভালো করলাম। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।”
“যেটা বললাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লক্ষ্যে মনোযোগী থাকা। ম্যাচ চলার সময় যাই ঘটুক না কেন, কোনো ব্যাপার নয়। খুব মনোযোগী থাকতে পারাটাই আসল কথা। সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচটি নিয়ে আমি ভেবেছি। এর পরের ম্যাচ, তার পরেরটা… মানুষ কী বলছে সেটাকে পাত্তা দেওয়া যাবে না। একদিন ভালো খেলবেন, পরের দিন ভালো না। সবকিছুর পরও মুখে হাসি নিয়ে লক্ষ্যে অবিচল থাকতে হবে।”
চলতি মৌসুমে কোচ আনচেলত্তি, তারকা ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রসহ অনেকে দুয়ো শুনেছেন। একই অভিজ্ঞতা হয়েছে ফরাসি বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেরও। এ নিয়ে তার সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন দেখছেন না জাতীয় দলের সতীর্থ চুয়ামেনি।
“এমবাপের কঠিন সময় নিয়ে কথা বলাটা অপ্রয়োজনীয়। কারণ, সে হয়তো দুই দিন গোল করেনি। আবার যদি সে আগামীকাল (বুধবার) গোল করে সবাই বলবে, সে অবিশ্বাস্য খেলোয়াড়।”
“কারো উপদেশ কিলিয়ানের প্রয়োজন নেই। সে এখানে খুব খুশি। সে অনেক গোল করেছে এবং সামনেও অনেক গোল করবে। সে শান্ত আছে।”
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে রেয়াল। বাংলাদেশ সময় বুধবার রাত দুইটায় শুরু হবে মাঠের লড়াই। প্রথম লেগে ২-১ গোলের জয়ে একটু এগিয়ে থেকে প্রতিপক্ষের মাঠে নামবে শিরোপাধারী রেয়াল।
এসএস/এসএন