চোটের কারণে লম্বা সময় বাইরে নেইমার। দলে ফিরলেন তো দুদিন পর আবারও ইনজুরি। আবারও চলে যান মাঠের বাইরে। বছরের পর বছর এমন ধারাবাহিকতাই চলছে ব্রাজিলের পোস্টার বয় নেইমারের সাথে। যা নিয়ে অবশ্য ভক্তদের সমবেদনাও কম পাননি এই ফুটবলার। তবে, শুধুই কি দুর্ভাগ্য নাকি রয়ছে কিছু গাফিলতির গল্প? মাঠে নিয়মিত অনুপস্থিত থাকলেও পার্টিতে অংশ নিতে কিন্তু ভুল হয়না নেইমারের। যা নিয়ে শুরু হচ্ছে নানান সমালোচনা।
দর্শকরা নিয়মিত তাকে মাঠের বাইরে দেখে অভ্যস্ত হলেও এতে অনেকটা বিরক্তিও রয়েছে ভক্তদের মাঝে। এইতো, চোটের কারণে লম্বা সময় বাইরে থাকার পর সান্তোসের হয়ে খেলা শুরু করেছিলেন নেইমার। এর মধ্যে ৭ ম্যাচ খেলে ৩ গোল ও ৩ অ্যাসিস্টে আলোও ছড়িয়েছেন এই ফরোয়ার্ড। কিন্তু তার পরেই বাঁধে বিপত্তি। আবারও সেই চির চেনা ইনজুরি। মাঠের বাইরে নেইমার।
এই ম্যাচে ইনজুরির পর কেঁদেছেন নেইমার। যা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরালও হয়েছে। তবে মুদ্রার ওপিঠ দেখে সমালনাও হয়েছে নেইমারের। মূলত সেমিফাইনালের আগে গত সপ্তাহে কার্নিভ্যাল দেখতে যাওয়ার কারণেই এই সমালোচনা শুনতে হচ্ছে নেইমারকে। ৩ মার্চ সান্তোস-ব্রাগানতিনো ম্যাচে বদলি হওয়ার কিছুক্ষণ পরেই নেইমারকে দেখা যায় কার্নিভ্যাল প্যারেডে। চোটশঙ্কা নিয়ে নেইমারের এমন পার্টিতে যাওয়ার বিষয়টি মানতে পারছেন না অনেকেই।
নেইমারের এমন আচরন নিয়ে একজন লিখেছেন, ‘সে সেমিফাইনালের বদলে কার্নিভ্যালকে বেছে নিয়েছে। নেইমারের গত পাঁচ বছরের আচরণ আবার ফিরেছে। সে নিজের মজা ও আনন্দের জন্য পেশাদারির দিকও বদল ফেলতে পারে।’
কেউ কেউ বলছেন, এটা সমর্থন করার মতো নয়। ফুটবলকে গুরুত্ব দিয়ে দেখে না নেইমার। এমনকি চোটও তার কার্নিভ্যালে যাওয়া ঠেকাতে পারেনি বলেও সমালোচনা করেছেন অনেকে।
এসএম/এসএন