ধর্ষণের হুমকি পেয়ে ফারজানা সিঁথির মামলা

সম্প্রতি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন ফারজানা সিঁথি। আন্দোলনের পর বিভিন্ন সময়ে নানান কারণে ছিলেন আলোচনায়। এবার সেই সিঁথি ধর্ষণের হুমকি পেয়ে মামলা করলেন খালেদ মাহমুদ হৃদয় খান নামের এক কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে।

সম্প্রতি ফেসবুক লাইভে এসে সিঁথিকে ধর্ষণের হুমকি দেন হৃদয়। সেইসঙ্গে নেটিজেনদেরও উদবুদ্ধ করেন।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে বিষয়টি নিয়ে হৃদয়ের নামে শেরেবাংলা নগর থানায় মামলা করেন সিঁথি। খবরটি সংবাদমাধ্যমকে সিঁথি নিজেই নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘২৭ ফেব্রুয়ারি হৃদয় ফেসবুক লাইভে এসে আমাকে ধর্ষণের হুমকি দেন। পাশাপাশি আমার জীবন যাপন, চলাফেরা, পোশাক আশাক নিয়ে নোংরাভাবে কথা বলে। সেইসঙ্গে আমাকে ধর্ষণ করলে তিনি পুরস্কার দেবেন বলেও ঘোষণা দেন।’

এরপর বলেন, ‘লাইভটি তখন দেখিনি। সম্প্রতি নজরে আসে আমার। এ অবস্থায় তার ওই লাইভ অনেকেই দেখেছেন। ফলে বিষয়টি আমার জন্য হুমকিস্বরূপ। আমি অনিরাপদ বোধ করছি। সেকারণে গতকাল মঙ্গলবার শেরে বাংলা নগর থানায় গিয়ে মামলা করি।’

বলে রাখা ভালো, সম্প্রতি পাগলের বেশ ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বানিয়ে নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গি ও মন্তব্য ছড়ানোর অভিযোগে হৃদয়কে গ্রেপ্তার করেন পুলিশ।

বিষয়টি উল্লেখ করে সিঁথি বলেন, ‘ওনাকে আপনারা চিনবেন, সম্প্রতি সাভার থানা তাকে গ্রেপ্তার করেছে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির জন্য। আমি তার নামে একটি এফআইআর দায়ের করেছি ধর্ষণের হুমকি ও মানহানির জন্য। যারা মেয়েদের উত্ত্যক্ত করে সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, তাদের সবাইকে আইনের আওতায় আনা উচিত।’

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

রাস্তার কাজে লাগবে ডিএমপির অনুমতি Mar 13, 2025
মাগুরার শিশুটির অবস্থার আরও অবনতি | টাইমস ফ্ল্যাশ Mar 13, 2025
হেফাজতের মামলায় হাসিনা, ইমরান এইচ সরকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Mar 13, 2025
এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ‘ডাক্তার’ লিখলে শাস্তি Mar 13, 2025
নতুন মামলায় গ্রেফতার সালমান,আতিক,মহিবুল Mar 13, 2025
দাম বাড়িয়েও যে কারণে তামাকপণ্য নিয়ন্ত্রণ সম্ভব হয়নি Mar 13, 2025
ট্রাম্পকে পাত্তাই দিলেন না ইরানের প্রেসিডেন্ট Mar 13, 2025
ভাইরাল জাস্টিন ট্রুডোর অঙ্গভঙ্গি,কিসের ইঙ্গিত? Mar 13, 2025
৩০ দিনের যু''দ্ধবির''তিতে রাজি জেলেনস্কি, যা জানালেন ট্রাম্প প্রতিনিধি Mar 13, 2025
আমি শুধু এন্টারটেইনার!" – সাক্ষী প্রধানের স্বীকারোক্তি Mar 13, 2025