বিদায় অমিতাভ, কেবিসি'র হটসিটে বসছেন ঐশ্বরিয়া!

অমিতাভ বচ্চনের সংকটময় অবস্থা ছিলো ২০০০ সালের দিকে। আর্থিক মন্দার কবলে পড়ে কঠিন সময়ের মুখোমুখি হয়েছিলেন তিনি। ঠিক সেই সময়েই পাশে এসে দাঁড়ায় সোনি এন্টারটেইনমেন্ট।

শুরু হয় জনপ্রিয় গেম শো 'কৌন বনেগা ক্রোড়পতি'। সময়ের সঙ্গে এই শো হয়ে ওঠে এক যুগান্তকারী অনুষ্ঠান, যেখানে অগণিত প্রতিযোগী ভাগ্য বদলের সুযোগ পেয়েছেন।
তবে কেবিসির সবচেয়ে বড় আকর্ষণ ছিল এর সঞ্চালক—বিগ বি নিজেই। তার অভূতপূর্ব উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করেছে বছরের পর বছর।

এবার শোনা যাচ্ছে, দীর্ঘ ২৫ বছর পর এই শো থেকে বিদায় নিতে পারেন অমিতাভ বচ্চন। যদিও করোনা মহামারির সময়ই গুঞ্জন উঠেছিল যে তিনি সরে দাঁড়াবেন, তবে তা বাস্তব হয়নি।
এরপরও ১৫তম সিজনে ফের গুঞ্জন ছড়ায়, তিনি আর ফিরবেন না। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি ১৬তম সিজনেও নিজের স্বভাবসুলভ উজ্জ্বলতায় পর্দায় ফিরে আসেন।

তবে সম্প্রতি তার ব্লগে লেখা কিছু কথায় ইঙ্গিত মিলছে, তিনি হয়তো এবার কাজের চাপ কমাতে চান। বয়সের ভার সত্ত্বেও তার কর্মস্পৃহা অটুট থাকলেও বারবারই অভিনেতার লেখায় ক্লান্তির ছাপ ধরা পড়ছে।
বারংবার তিনি লিখছেন বিশ্রামের প্রয়োজনীয়তার কথা। ফলে নতুন করে শুরু হয়েছে গুঞ্জন, 'কৌন বনেগা ক্রোড়পতি'তে কি অমিতাভের জায়গা নিতে চলেছেন অন্য কেউ?

গুঞ্জন অনুযায়ী, এর আগেও একবার শাহরুখ খান শোয়ের দায়িত্ব সামলেছিলেন। এবার সেই তালিকায় নতুন সংযোজন অমিতাভের পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন!
ইন্ডাস্ট্রির অন্দরমহলে শোনা যাচ্ছে, তিনিও নাকি এই প্রস্তাব পেয়েছেন। যদিও চ্যানেলের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে এই খবর কতটা সত্য, তা নিয়ে ধোঁয়াশা রয়েই যাচ্ছে।

ঐশ্বরিয়া কি সত্যিই কেবিসির মঞ্চে সঞ্চালকের ভূমিকায় দেখা দেবেন? নাকি এই গুঞ্জন শুধুই রটনা? সব প্রশ্নের উত্তর পাওয়া এখন কেবল সময়ের অপেক্ষা। 

আরএ/টিএ

Share this news on: