নতুন প্রবাসী ফুটবলার ফাহামেদুলকে কৌতূহল

ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরীকে নিয়েই সবার আকর্ষণ। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা কোনো ফুটবলার লাল-সবুজের জার্সি গায়ে জড়াবেন, তা ভাবতেই রোমাঞ্চিত বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। শেফিল্ড ইউনাইটেডের এ ডিফেন্ডারকে নিয়ে আলোচনার মধ্যেই বড় চমক হয়ে আসে ইতালিয়ান প্রবাসী ফাহামেদুল ইসলামের নামটি।

২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশ জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ফাহামেদুলকে রাখেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। আগেই সৌদি আরবে ক্যাম্প করতে যাওয়া জামাল ভূঁইয়াদের সঙ্গী হতে সোমবার ইতালি থেকে মধ্যপ্রাচ্যের দেশে যান তিনি।
গতকাল তায়েফে দলের সঙ্গে ট্রেনিংও করেছেন ইতালির চতুর্থ স্তরের ক্লাব অলিভিয়াতে খেলা এ ফরোয়ার্ড। তাঁকে পেয়ে আরও বেশি উজ্জীবিত বাংলাদেশ দল।

বাফুফে লুকোচুরি খেলায় ফাহামেদুলকে নিয়ে খুব বেশি জানা যায়নি। তবে যতটুকু জানা গেছে ইতালিতে খেলা এ ফরোয়ার্ডের জন্ম ফেনীতে। বিশ্বের অন্যতম সেরা একটি দেশের লিগে খেলা ফাহামেদুল এখন সতীর্থদের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তাঁকে ক্যাম্পে পেয়ে ফুটবলাররাও বেশ রোমাঞ্চিত।

বাংলাদেশি হলেও এ দেশের ফুটবল সংস্কৃতি খুব একটা জানা নেই তাঁর। তাইতো রাকিব হোসেন-শেখ মোরসালিনরা তরুণ এ ফুটবলারের সঙ্গে অনেক বিষয় নিয়েই খোলামেলা আলোচনা করছেন। একই সঙ্গে ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া, ফিনল্যান্ড প্রবাসী তারিক রায়হান কাজী ও ফাহামেদুলকে বাংলাদেশের ফুটবল সম্পর্কে ধারণা দিয়েছেন।

ভারত ম্যাচের সেরা একাদশে ফাহামেদুলকে লড়তে হবে রাকিব হোসেন, শেখ মোরসালিন, অভিষেকের অপেক্ষায় থাকা পিয়াস আহমেদ নোভার মতো আক্রমণভাগের ফুটবলারদের সঙ্গে। শুরু থেকেই দলের সঙ্গে অনুশীলন করা ফর্টিস এফসির তারকা নোভার কাছে দলে সুযোগ পাওয়াটা বড় চ্যালেঞ্জের।

গতকাল বাফুফের পাঠানো ভিডিও বার্তায় নোভা বলেন, ‘সব কিছু এখন পর্যন্ত ঠিক আছে। কোচের পরিকল্পনা অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি। আশা করি ভারতের বিপক্ষে ম্যাচটা ভালো হবে। আক্রমণভাগে রাকিব ভাই, মোরসালিন, নতুন প্লেয়ার আল আমিন এবং আমি আছে। একজন নাম্বার নাইন হিসেবে আমি এখানে ফাইট করব। ইনশাআল্লাহ খেলার চেষ্টা করব।’

আক্রমণে যেমন পিয়াসের চ্যালেঞ্জ, রক্ষণে তেমনি করে চ্যালেঞ্জ শাকিল আহাদ তপুর জন্য বেস্ট ইলেভেনে জায়গা পাওয়া। কারণ লিস্টার সিটি এবং শেফিল্ডে রক্ষণভাগে খেলা হামজাকে ভারত ম্যাচেও হয়তো এ দায়িত্ব দিবেন কোচ। সেই হিসেবে হামজার সঙ্গে দেখা যাবে তপু বর্মন, তারিক কাজীর মতো অভিজ্ঞদের।

জাতীয় দলের জার্সিতে দুটি ম্যাচ খেলা শাকিল আহাদ তপু দলে সুযোগ পাওয়ার জন্য অনুশীলনে প্রতিনিয়ত ঘাম ঝরাচ্ছেন, ‘আমার পজিশনে সিনিয়র প্লেয়ার আছেন। তারা অনেক দিন ধরে খেলতেছেন। তাদের অভিজ্ঞতা অনেক। আমি চেষ্টা করব সর্বোচ্চটা দিয়ে খেলার এবং টিমে জায়গা করে নেওয়ার।’


এমআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
সিলেটে হঠাৎ শিলাবৃষ্টি হওয়ায় কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি Mar 14, 2025
img
মাগুরার পর এবার সিরাজগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণ Mar 14, 2025
বিদ্যুতে ভর্তুকির পরিমাণ অতিক্রম করলো অতীতের সব রেকর্ড Mar 14, 2025
মাগুরার ঘটনার বিচারকাজ ‘সাত দিনের’ মধ্যে শুরু করার প্রতিশ্রুতি Mar 14, 2025
ফিলিস্তিন নিয়ে নতুন যে বার্তা দিলেন ট্রাম্প Mar 14, 2025
img
গণঅভ্যুত্থানের তরুণদের নিয়ে আরেকটি দল গঠনের ইঙ্গিত Mar 14, 2025
img
ঢাবিতে মাগুরার সেই শিশুর গায়েবানা জানাজা ও কফিন মিছিল Mar 14, 2025
img
আত্মসমর্পণ করতে পারেন সিলেট ছাত্রলীগের সভাপতি! Mar 14, 2025
img
না ফেরার দেশে ঢাবির সাবেক ভিসি ড. আরেফিন সিদ্দিক Mar 14, 2025
img
কী ঘটেছিল সেই রাতে, কেঁদে কেঁদে জানালেন সেই শিশুটির মা Mar 14, 2025