কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত

কক্সবাজারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে দাবি করেছে র‌্যাব।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে সমুদ্র সৈকতের ডায়বেটিক পয়েন্টের ঝাউবাগানে এ ঘটনা ঘটে। র‌্যাব-১৫ কক্সবাজারের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ এ তথ্য জানিয়েছেন।

নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। সে কক্সবাজার শহরের পশ্চিম নতুন বাহারছড়া এলাকার আনু প্রধানের ছেলে মোহাম্মদ মাসুম (৩১)। বাকি একজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি;

র‌্যাব কর্মকর্তা আজিম আহমেদ বলেন, মাদক কারবারিরা ইয়াবার একটি চালান নিয়ে আসছে খবর পেয়ে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এক পর্যায়ে ৪/৫ জন ব্যক্তিকে থামতে বলা হলে হলে তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এক পর্যায়ে ঘটনাস্থলে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে দশ হাজার ইয়াবা, একটি বন্দুক ও গুলি উদ্ধার করা হয়েছে।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

 

টাইমস/এইচইউ

Share this news on: