ভালোবাসায় ভাঙন ধরার কারণ জানালেন ক্যাটরিনা

একসঙ্গে পথচলার স্বপ্ন থেকেই শুরু হয় প্রেমের যাত্রা। ভালোবাসায় রঙিন হয়ে ওঠে দুটি হৃদয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই রঙ কখনো ধূসরও হয়ে যায়। ভেঙে যায় সম্পর্ক, আলাদা হয়ে যায় পথ। যাকে প্রতিদিনের অভ্যাসে পরিণত করা হয়েছিল, তাকেই একসময় বিদায় জানিয়ে এগিয়ে যেতে হয় অজানা ভবিষ্যতের দিকে। কিন্তু কেন এমনটা ঘটে? এর একটি ব্যাখ্যা দিয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

ভিকি কৌশলকে বিয়ে করে সংসারী হয়েছেন ক্যাটরিনা। এর আগে বলিউডের অনেকের সঙ্গে নাম জড়িয়েছে ক্যাটের। সালমান খান থেকে রণবীর কাপুর, ক্যাটের প্রেমজীবন নিয়ে রঙিন চর্চা কম হয়নি। যদিও জীবনের সফরসঙ্গী হিসাবে ভিকির হাত-ই ধরেছেন। তবে জীবনে যতবার প্রেম এসেছে এবং বিচ্ছেদ হয়েছে, প্রতিটি সম্পর্ক থেকেই শিক্ষা নিয়েছেন ক্যাটরিনা।

নায়িকার মতে সম্পর্ক ভেঙে যাওয়ার একটি কারণ হলো উল্টোদিকের মানুষটির প্রতি মাত্রাতিরিক্ত নির্ভরশীলতা। ক্যাটরিনা বলেন, ‘হতেই তো পারে সঙ্গী সব সময় আপনার প্রত্যাশা পূরণ করতে পারছেন না। সব সময় পারবে, এমন কোনো নিশ্চয়তা নেই। তখনই উল্টোদিকের মানুষটির প্রতি উৎসাহ হারাতে শুরু করবেন। সম্পর্কে থাকতে আর ইচ্ছা করবে না। সম্পর্কে ভাঙনের সূত্রপাত এখান থেকেই।

ক্যাটরিনা নির্ভরশীলতা থেকে দূরে থাকতে বলছেন। ক্যাটরিনার মতে, কাউকে সুখী রাখা, আনন্দে রাখার দায়িত্ব কেউ নিতে পারে না। কোনো একটা সময় ব্যর্থ হতেই হয়। তখনই অভিযোগের বন্যা বয়ে যায়। সম্পর্ক থেকে অব্যাহতির ভাবনা ঘোরে মাথায়।

তাহলে সম্পর্ক টিকিয়ে রাখার উপায় কী? এই প্রশ্নে ক্যাটরিনা বলেন, ‘সম্পর্কে নির্ভরশীলতা বাদ দিতে হবে। একে-অপরের প্রয়োজন না হয়ে, ভালো বন্ধু হওয়া জরুরি। একে-অপরের প্রতি শুধু ভালোবাসা, উজাড় করা আবেগ, মুগ্ধতা থাকুক।’

এসএস/এসএন

Share this news on: