এক বছর থেকে গৌরীর সঙ্গে প্রেম করছেন আমির খান

বলিউড অভিনেতা অভিনেতা আমির খান তার দীর্ঘদিনের বন্ধু গৌরীর সঙ্গে ডেটিং করছেন। মুম্বাইয়ে তার ৬০তম জন্মদিন উদ্‌যাপনের সময় সংবাদ মাধ্যমের সঙ্গে খবরটি ভাগ করে নেন তিনি। সুপারস্টার জানান, তিনি এক বছর থেকে গৌরীর সঙ্গে ডেটিং করছেন তিনি। তবে তাদের দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময়ের বন্ধুত্ব।

ইন্ডিয়া টুডের প্রকাশিত খবর অনুযায়ী, গৌরী স্প্র্যাট বেঙ্গালুরুতে থাকেন। এবং বর্তমানে আমিরের প্রযোজনার ব্যানারে কাজ করছেন। অভিনেতা জানান, গৌরীর বছর ছয়েকের এক ছেলেও রয়েছে। শুক্রবার তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করেছেন এবং তারা আমিরের সম্পর্ক নিয়েও খুশি।

আমির মজা করে মিডিয়ার জন্য বলে ওঠেন, ‘দেখুন কেমন আপাদের কিছুই টের পেতে দেইনি।’

অভিনেতা আরও জানান যে, তিনি গৌরীকে শোবিজের এই দুনিয়ার জন্য প্রস্তুত করার চেষ্টা করেছেন এবং এমনকি গৌরীর ‘মানসিক শান্তির’ জন্য তার জন্য ব্যক্তিগত সুরক্ষাও নিয়োগ করেছেন।

গৌরী বেঙ্গালুরুতে থাকতেন এবং এর আগেও তার বিয়ে হয়েছিল। আমির বলেছিলেন যে তার বাচ্চারা এবং পরিবার গৌরীর সঙ্গে দেখা করেছে এবং সকলেই খুব খুশি। সবশেষে আমির তার ২০০১ সালের হিট ‘লগান’-এর কথা উল্লেখ করে বলেছিলেন, ‘ভুবন কো উস্কি গৌরী মিল হি গয়ি।’

প্রসঙ্গত, গত মাস থেকেই গৌরী নামের একটি মেয়ের সঙ্গে আমিরের প্রেমের খবর ও রেডিট পোস্ট ছড়িয়ে পড়ে। আমির এর আগে রীনা দত্তকে বিয়ে করেছিলেন, যার সঙ্গে তার ছেলে জুনেইদ এবং মেয়ে ইরা আছে। তারপরে তিনি কিরণ রাওকে বিয়ে করেছিলেন এবং তার সেই বিয়ে থেকে দুজনের ছেলে আজাদের জন্ম। ২০২২ সালে তারা বিচ্ছেদের ঘোষণা করেন।

Share this news on: