ক্রাচ নিয়ে রাজস্থানের অনুশীলনে দ্রাবিড়

রাজস্থান রয়্যালসের অনুশীলনে হাজির হলেন ভারতের সাবেক কোচ রাহুল দ্রাবিড়। স্থানীয় ক্রিকেট লিগে খেলার সময় পায়ে চোট পান তিনি। বুধবার তার প্লাস্টার বাঁধা পায়ের ছবি সামনে আসার পরদিনই তাকে দেখা গেল রাজস্থানের ট্রেনিং ক্যাম্পে। ক্রাচে ভর করে অনুশীলন দেখতে ও ক্রিকেটারদের পরামর্শ দিতে দেখা গেছে 'দ্য ওয়াল' খ্যাত এই কিংবদন্তিকে।

রাজস্থানের পক্ষ থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গলফ কার্টে করে মাঠে আসেন দ্রাবিড়। বাঁ পায়ে তখনও প্লাস্টার, তবু দায়িত্বের খাতিরে মাঠে উপস্থিত তিনি। ক্রাচ নিয়ে কিছুটা হেঁটে গিয়ে একটি চেয়ারে বসেন। সেখান থেকেই ব্যাটিং টিপস দেন রিয়ান পরাগ ও যশস্বী জয়সওয়ালকে। মনোযোগ দিয়ে শোনেন মাহিশ থিকশানার কথাও। পুরো অনুশীলন জুড়ে ছিল তার স্বাভাবিক হাসিমুখ।

দ্রাবিড়ের আগমনে অনুপ্রাণিত রাজস্থানের ক্রিকেটাররাও। কোচের দায়বদ্ধতা দেখে মুগ্ধ যশস্বী-পরাগরা। বসেই টেকনিক বোঝান, কথা বলেন ব্যাটারদের সঙ্গে। শেষে আবার গলফ কার্টে করেই মাঠ ছাড়েন তিনি।

এর আগে রাজস্থান রয়্যালস এক পোস্টে জানিয়েছিল, রাহুল দ্রাবিড় বেঙ্গালুরুতে স্থানীয় ক্রিকেট খেলতে গিয়ে চোট পান। তবে এখন অনেকটাই সেরে উঠেছেন। বুধবার জয়পুরে দলের অনুশীলন শিবিরে যোগ দিয়েছেন তিনি।

চোট পাওয়ার কিছুদিন আগেই কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের তৃতীয় ডিভিশন লিগে বিজয়া ক্রিকেট ক্লাবের হয়ে খেলেন দ্রাবিড়। সেই ম্যাচে তার ১৬ বছরের ছেলে অন্বয় ছিলেন সতীর্থ। সেদিন ৮ বলে ১০ রান করেছিলেন ভারতের সাবেক এই কোচ।

আরএ/টিএ 

Share this news on: