হোলির দিনেই কাছের মানুষ হারালেন কাজল - রানী - আয়ান

হোলির দিনেই মুখার্জি বাড়ির সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন পরিচালক আয়ান মুখার্জির বাবা দেব মুখার্জি।

শুক্রবার (১৪ মার্চ)  মারা গেছেনচ রণবীর কাপূরের ঘনিষ্ঠ বন্ধু আয়ান মুখার্জির বাবা৷

মুখার্জি পরিবারের অন্যতম প্রবীণ সদস্য দেব মুখার্জি ৷ কাজল থেকে রানী, তানিশা থেকে সর্বাণী সকলকে বেঁধে রাখেন তিনি৷ অত্যন্ত প্রিয় সেই মানুষটাকেই হারাল গোটা পরিবার৷ 

শুক্রবার, ১৪ মার্চ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দেবের মুখপাত্র এক সংবাদসংস্থাকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন, দেববাবু বয়সজনিত কারণে গত কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন। সেই অসুস্থতাজনিত কারণেই মৃত্যু৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। সম্পর্কে কাজল এবং রানি মুখার্জির কাকা দেব মুখার্জি।

এসএম

Share this news on: