রবীন্দ্রনাথের দুই গান গাইতে তিন কোটি চাইলেন অরিজিৎ!

মুম্বাইয়ের এক প্রখ্যাত অডিয়ো সংস্থা বিশেষ উদ্যোগ হিসেবে হিন্দিতে অনুবাদ করছে রবীন্দ্রনাথ ঠাকুরের ৬টি গান। এই প্রজেক্টের জন্য গান অনুবাদের দায়িত্ব দেওয়া হয় অমিতাভ ভট্টাচার্যকে, যিনি মুম্বাই থেকে রবীন্দ্রসঙ্গীতের হিন্দি সংস্করণ লিখেছেন। গানগুলির রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন শান, শ্রেয়া ঘোষাল, মধুমন্তী বাগচি ও বাবুল সুপ্রিয়। স্বাভাবিকভাবেই অরিজিৎ সিংয়ের পারিশ্রমিক দেশের আর পাঁচজন শিল্পীর তুলনায় অনেক বেশি। তবে, একটি বিষয় নিয়ে সঙ্গীত মহলে তৈরি হয়েছে বিতর্ক। জানা গেছে, অরিজিৎ সিংকে দুটি গান গাওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি প্রতিটি গান গাওয়ার জন্য ১.৫ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছেন। এ খবর শুনে একেবারে হতবাক হয়ে গেছেন বাবুল সুপ্রিয়।

সঙ্গীতজগতের অন্দরমহল সূত্রে খবর, মুম্বইয়ের এক খ্যাতনামা সংস্থার তরফে রবীন্দ্রসঙ্গীতের একটি হিন্দি অ্যালবাম বের করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই রবি ঠাকুরের গান গাওয়ার জন্য ডাক পড়েছে বাঙালি শিল্পীদের। যে তালিকায় শ্রেয়া ঘোষাল, শান, বাবুল সুপ্রিয়র পাশাপাশি মধুমন্তী বাগচিও রয়েছেন। সেই অ্যালবামের জন্যই অরিজিৎ সিংয়ের একটি একক সঙ্গীত এবং আরেকটি দ্বৈত গান গওয়ার কথা ছিল। গান রেকর্ডের জন্যে মুম্বইয়ের সংস্থার তরফে অরিজিতের সঙ্গে যোগাযোগ করার দায়িত্ব দেওয়া হয়েছিল বাবুল সুপ্রিয়কে। প্রস্তাব যেতেই দিন দুয়েক বাদে অরিজিৎ সিংয়ের ম্যানেজারের তরফে নাকি জানানো হয়, গান প্রতি দেড় কোটি টাকা পারিশ্রমিক চাই। যে অঙ্ক শুনে একপ্রকার বিস্মিত হয়ে যান বাবুল! সেপ্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে মুখও খুলেছেন গায়ক তথা তৃণমূল নেতা।

বাবুল সুপ্রিয়র কথায়, রবীন্দ্রসঙ্গীতের ঐতিহ্য ধরে রাখতেই এহেন উদ্যোগ নেওয়া হয়েছে। অরিজিৎকে খুব সাদামাটা বলেই জানি। সেরকমই জীবনযাপনে অভ্যস্ত ও। সেদিক থেকে বাঙালি হিসেবে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য ওঁর দেড় কোটি টাকা পারিশ্রমিক চাওয়া, আমার কাছে অনুচিত বলেই মনে হয়েছে। যখন আমরা সকলেই তুলনামূলক কম পারিশ্রমিকে কাজ করছি।
বাবুল জানালেন, মুম্বইয়ের সংস্থা পারিশ্রমিকের অঙ্ক শুনে অরিজিৎ সিংয়ের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি পুর্নবিবেচনা করার অনুরোধ জানান। রয়্যালটির প্রস্তাবও রাখেন। তবুও নাকি অরিজিৎ রাজি হননি। এদিকে বাবুল অরিজিতের গাওয়া রবীন্দ্রসঙ্গীত ছাড়া এই অ্যালবাম ভাবতে পারছেন না!

আরএইচ/টিএ

Share this news on:

সর্বশেষ

রেল টিকিট নিয়ে কারসাজি, নাগাল পাচ্ছে না সাধারন মানুষ Mar 14, 2025
img
মস্কোয় পুতিনের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্পের বিশেষ দূত Mar 14, 2025
রোহিঙ্গা ক্যাম্প গভীরভাবে পর্যবেক্ষণ করলেন আন্তেনিও Mar 14, 2025
এক্সবার্তায় যা জানালেন জাতিসংঘ মহাসচিব Mar 14, 2025
img
ইরানে সমুদ্রতটে দেখা গেল রহস্যময় ‘ব্লাড রেইন’ Mar 14, 2025
আপনার কথা কারা শুনে না? উপদেষ্টাকে বিএনপির ফারুক Mar 14, 2025
পানামা খালের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের উপায় খুঁজছে যুক্তরাষ্ট্র Mar 14, 2025
যুদ্ধবিরতি নিয়ে পুতিনের মন্তব্যকে ‘ছলনা’ বললেন জেলেনস্কি Mar 14, 2025
ইরানে রহস্যময় ‘ব্লাড রেইন’,কি ছিল আসল রহস্য? Mar 14, 2025
img
৩৭ লাখ টাকা জব্দ করে মুচলেকায় মুক্তি পেলেন সেই প্রকৌশলী Mar 14, 2025