আগেই শোনা গিয়েছিল যে, ‘রেস’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি ‘রেস ৪’-এ সইফ আলি খানকে দেখা যেতে পারে। সম্প্রতি, মুম্বই সংবাদ মাধ্যম সূত্রে খবর মিলেছে যে, সইফের পাশাপাশি ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা যেতে পারে অভিনেতা হর্ষবর্ধন রানেকে। তবে, এই বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনও কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি।
‘রেস’ মুভি সিরিজ বলিউডের অন্যতম জনপ্রিয় থ্রিলার ফ্র্যাঞ্চাইজি, যা অ্যাকশন, সাসপেন্স, এবং মায়া-মোহের মিশ্রণ দিয়ে দর্শকদের মন জয় করেছে। ২০০৮ সালে প্রথম মুক্তি পায় ‘রেস’, যেখানে পরিচালক আদিত্য চোপড়া ও নিকিল আদভানি স্ক্রিপ্টের মাধ্যমে গল্পের গভীরতা, চরিত্রের জটিলতা এবং বুদ্ধিমত্তার দিক থেকে চমৎকারভাবে ভিন্ন এক অভিজ্ঞতা তৈরি করেছিলেন।
এখন চলছে ‘রেস ৪’-এর প্রস্তুতি, যা নিয়ে ভক্তদের মধ্যে অনেক উত্তেজনা রয়েছে। শোনা যাচ্ছে, এই ছবিতে সইফ আলি খানের পাশাপাশি, নতুন মুখ হর্ষবর্ধন রানেকে নেতিবাচক চরিত্রে দেখা যেতে পারে।
এমআর/টিএ