যুদ্ধবিরতি প্রসঙ্গে পুতিনের মন্তব্যকে ‘ছলনা’ বললেন জেলেনস্কি

যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিক্রিয়াকে ‘ছলনা’ বলে উল্লেখ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শান্তিচুক্তি জোরদার করার জন্য রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন তিনি। জেলেনস্কি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট প্রায়ই এমনটা করেন। তিনি সরাসরি না বলেন না। বরং এমন কিছু করেন, যা কেবল বিষয়গুলোকে বিলম্বিত করে বা সিদ্ধান্ত নেওয়াকে অসম্ভব করে তোলে।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, তিনি যুদ্ধের অবসান ঘটাতে রাজি আছেন। কিন্তু একটি যুদ্ধবিরতির মধ্য দিয়ে এই সংকটের অন্তর্নিহিত কারণগুলোর অবসান ঘটিয়ে ‘স্থায়ী শান্তি’ নিশ্চিত করা উচিত বলেও জোর দেন তিনি। বিবিসির রাশিয়াবিষয়ক সম্পাদক এ সম্পর্কে বলেন, এই ‘হ্যাঁ’–এর ভেতরে ‘না’ লুকিয়ে আছে।

এদিকে ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাবে রাশিয়ার প্রতিনিধিদলের সঙ্গে দেখা করতে মস্কোয় রয়েছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্টের বক্তব্যকে প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু ‘অসম্পূর্ণ’ বলে বর্ণনা করেছেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এর মধ্য দিয়ে স্নায়ুযুদ্ধের পর থেকে পশ্চিমাদের সঙ্গে মস্কোর সবচেয়ে বৃহৎ সংঘর্ষের সূত্রপাত হয়। ২০২৪ সালের মাঝামাঝি থেকে রুশ বাহিনী ইউক্রেনে অগ্রসর হচ্ছে। ইতিমধ্যে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিন বছর ধরে চলা যুদ্ধ বন্ধ চান তিনি। হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, তিনি আশা করেন, ক্রেমলিন ৩০ দিনের যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে সম্মত হবে। ইতিমধ্যে ইউক্রেন এতে সমর্থন জানিয়েছে।

এসএম

Share this news on:

সর্বশেষ

হামজাকে বিয়ে করার যে শর্ত শুনে মাথায় আকাশ ভে"ঙে পড়ে ব্রিটিশ কন্যার Mar 18, 2025
কা'ঠ'গ'ড়ায় দাঁড়িয়ে কাঁদলেন সাবেক মন্ত্রী শাজাহান খান Mar 18, 2025
ডিসি হতে চাননা কেউ, কিন্তু কেন? Mar 18, 2025
মেহের আফরোজ শাওনের গোমর ফাঁ''স, যা বললেন সাংবাদিক ইলিয়াস Mar 18, 2025
কিছু আইনের সংশোধনীর ব্যাপারে যা জানালেন আসিফ নজরুল Mar 18, 2025
দেশে তৈরী কাপড় বিদেশি বলে যেভাবে ঠ'কা'চ্ছে দোকানিরা Mar 18, 2025
আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সরকারের নীতিগত সিদ্ধান্তের কথা জানালেন রিজওয়ানা Mar 18, 2025
ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে দু'র্নী'তি'র অভিযোগ Mar 18, 2025
img
দুপুরের মধ্যে সিলেটসহ যেসব অঞ্চলে ঝড়ের আশঙ্কা Mar 18, 2025
img
ট্রেনে ঈদযাত্রা: আজ বিক্রি হবে ২৮ মার্চের টিকিট Mar 18, 2025