হোলির দিনই রানি ও কাজলের পরিবারে নেমে এলো শোকের ছায়া। অভিনেত্রীর কাকা এবং হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা দেব মুখোপাধ্যায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩।
অভিনেতা দেবের আরেকটি পরিচয়ও রয়েছে। তিনি বলিউডের জনপ্রিয় পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাবা।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, অনেকদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন অভিনেতা দেব মুখোপাধ্যায়। ভর্তি ছিলেন মুম্বাইয়ের এক হাসপাতালে। তবে কিছুদিন আগেই হাসপাতাল থেকে ছাড়া পান।
শুক্রবার (১৪ মার্চ) সকালে নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা।
১৯৬৫ সাল থেকে ২০০৯ সাল। প্রায় ২০টি বলিউডি সিনেমায় অভিনয় করেছেন দেব। যার মধ্যে বেশ কিছু ছবি ব্লকবাস্টার। যেমন, অভিনেত্রী, অধিকার, দো আঁখে, ম্যায় তুলসি তেরে আঙ্গন কি, বাতো বাতো মে, জো জিতা ওয়োহি সিকন্দর, দালাল খুবই জনপ্রিয় হয়েছিল। ২০০৯ সালে তাকে শেষ দেখা গিয়েছে, শাহিদ কাপুরের কমিনে সিনেমায়।
মুম্বাইয়ে মুখোপাধ্য়ায় বাড়ির দুর্গাপূজো খুবই জনপ্রিয়। এই দেব মুখোপাধ্যায়ের বাড়িতেই প্রতিবার নিয়ম মেনে পালিত হয় এই পূজা। পরিবারের দুই কন্যা কাজল, রানি যেমন আসেন, তেমনি এই পুজোতে অংশ নেন বলিউডের তাবড় অভিনেতা, অভিনেত্রীরা।
আরএ/এসএন