আইপিএল ২৫: কে হলেন দিল্লির অধিনায়ক

দিল্লি ক্যাপিটালস আইপিলের আসন্ন আসরে অক্ষর প্যাটেলকে অধিনায়ক হিসেবে মনোনীত করেছে । ২০১৯ সালে থেকে দিল্লির হয়ে খেলা এই বাঁহাতি অলরাউন্ডার ঋষভ পন্তের স্থলাভিষিক্ত হলেন।

অধিনায়কত্ব পেয়ে অক্ষর বলেন, ‘দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হতে পারা আমার পরম সম্মানের বিষয়, এবং আমার প্রতি আস্থা রাখার জন্য আমাদের মালিক এবং সাপোর্ট স্টাফদের কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ। ক্যাপিটালসে আমার সময়কালে আমি একজন ক্রিকেটার এবং একজন মানুষ হিসেবে বেড়ে উঠেছি। আমি এই দলের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত এবং আত্মবিশ্বাসী বোধ করছি।’

নতুন অধিনায়ক সম্পর্কে দিল্লি ক্যাপিটালস চেয়ারম্যান কিরণ কুমার গ্র্যান্ডি বলেন, ‘অক্ষরকে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে নিয়োগ করতে পেরে আমরা আনন্দিত। ২০১৯ সাল থেকে তিনি ক্যাপিটালস পরিবারের একটি অবিচ্ছেদ্য অংশ এবং এই দল যে মূল্যবোধের উপর নির্মিত, তা তিনি ধারণ করেন। এই সিদ্ধান্তটি একজন নেতা হিসেবে তার স্বাভাবিক অগ্রগতিকে প্রতিফলিত করে।’

২০২৪ মৌসুমে পান্থের স্লো ওভার-রেটের নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে থাকতে হওয়ায় অক্ষর দিল্লির হয়ে একটি মাত্র ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন।

আরএ/এসএন

Share this news on: