হুতিদের বিরুদ্ধে বড় হামলা শুরু করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীইয়েমেনে হুতিদের লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে। শনিবার (১৬ মার্চ)  শুরু হওয়া এই হামলায় দেশটির রাজধানী সানায় অন্তত ১৩ জন নিহত এবং নয়জন আহত হয়েছেন। হামলা কয়েক দিন বা কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুতিদের লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের আহ্বান জানিয়ে সতর্ক করেছেন, অন্যথায় ‘নরক বৃষ্টি’ বর্ষণের হুঁশিয়ারি দেন। পাশাপাশি, হুতিদের প্রধান সহযোগী ইরানকে তাদের সহায়তা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সানায় হুতিদের ঘাঁটি হিসেবে পরিচিত একটি ভবনে হামলা চালানো হয়, যেখানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। হুতি রাজনৈতিক ব্যুরো এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে আখ্যা দিয়েছে এবং পাল্টা প্রতিক্রিয়া দেওয়ার ঘোষণা দিয়েছে।

হুতিরা ২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগরে ১০০-র বেশি হামলা চালিয়েছে, যা গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে তারা দাবি করছে। যুক্তরাষ্ট্র বলছে, হুতিদের হামলা ঠেকাতে তাদের ব্যয়বহুল সামরিক অভিযান পরিচালনা করতে হচ্ছে।

ট্রাম্প প্রশাসনের এই হামলা প্রেসিডেন্ট জো বাইডেনের নীতি অব্যাহত রেখেছে, তবে এবার আগের চেয়ে আরও আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।

আরএ/এসএন


Share this news on: