বাংলাদেশ ফুটবলের নতুন অ্যাওয়ে জার্সি ও দাম প্রকাশ

বাংলাদেশ ফুটবল দলের পৃষ্ঠপোষক মাঝেমধ্যে থাকলেও, কখনও আনুষ্ঠানিক কিট স্পন্সর ছিল না। তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন বাফুফের নতুন কমিটি চার মাসের মধ্যেই বাংলাদেশ নারী ও পুরুষ সিনিয়র-জুনিয়র সকল দলের জন্য প্রথমবারের মতো কিট স্পন্সর নিশ্চিত করেছে। চুক্তি স্বাক্ষরের পর প্রথম অ্যাওয়ে জার্সি প্রকাশ করেছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ‘দৌড়’। নতুন এই জার্সির দাম ১৪০০ টাকা।

দেশের বাইরে বা অ্যাওয়ে ম্যাচে এই জার্সি পরে খেলার কথা রয়েছে বাংলাদেশের। জার্সির পুরোটা জুড়ে ব্যবহৃত হয়েছে লাল রঙ। আর তার মাঝে বাংলাদেশের মানচিত্র, নদী, জাতীয় পতাকা ও জাতীয় ফুল শাপলার প্রতিবিম্ব আঁকা রয়েছে। জার্সির সামনের অংশে বুক বরাবর নেমে গেছে কয়েকটি নদী। যা প্রতিনিধিত্ব করছে নদীমাতৃক বাংলাদেশের।

নদীকে বোঝাতে কিছুটা হালকা লাল রঙ ব্যবহার করা হয়েছে। তাতে আবার রয়েছে সূর্যের আভা। অর্থাৎ, জার্সিজুড়ে থাকা পতাকার লাল রঙের মাঝে উঠছে নতুন দিনের সূর্য। আবার তিন নদীর অববাহিকা অনেকটা দেখতে দু’হাত তুলে ভিক্টোরি বা বিজয় চিহ্নের মতো দাঁড়ানো। আর হাতায় রাখা হয়েছে জাতীয় ফুল শাপলার প্রতীকি ডিজাইন। এটি কেবল জাতীয় ফুলের প্রতিনিধিত্বই নয়, খেলোয়াড়দের শক্তি-সামর্থ্য, স্বচ্ছতা ও দৃঢ় মনোবলের পরিচয়ও দিচ্ছে এখানে। হাতার নকশায় রয়েছে ডায়মন্ডের উপস্থিতি। সবমিলিয়ে জার্সিটি বাংলাদেশের পরিচয়, ঐতিহ্য ও অ্যাথলেটদের অটুট স্পিরিট ফুটিয়ে তুলেছে। অ্যাওয়ে জার্সিটি অফিসিয়ালি কেনা যাবে এই ঠিকানায়।

ফ্যাশন ডিজাইনার তাসমিত আফিয়াত বাফুফে ও দৌড় প্রকাশিত এই অ্যাওয়ে জার্সির ডিজাইন করেছেন। যা পদ্মা, মেঘনা ও যমুনা নদীর সীমারেখা এবং দেশের মানচিত্রের সাথে সঙ্গতি রেখে তৈরি করা হয়েছে। গত মাসে বাংলাদেশ নারী দল আরব আমিরাতে খেলেছে। ২৬ ফেব্রুয়ারি তাদের প্রথম ম্যাচ দিয়েই বাফুফের সঙ্গে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় দৌড়ের। যদিও ওই সময় প্রতিষ্ঠানটি কোনো জার্সি কিংবা ট্র্যাক স্যুট সরবরাহ করতে পারেনি।

প্রসঙ্গত, এশিয়ান কাপ বাছাইয়ে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ রয়েছে বাংলাদেশের। খুব সম্ভবত সেই ম্যাচেই জামাল-হামজা চৌধুরীদের নতুন এই অ্যাওয়ে জার্সি পরে খেলতে দেখা যাবে!

Share this news on:

সর্বশেষ

img
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ কাঠামো প্রত্যাখ্যান তিতুমীর কলেজ শিক্ষার্থীদের Mar 17, 2025
ছেলের কথা মনে করে কা'ঠগ'ড়ায় কাঁ'দলে'ন শাজাহান খান Mar 17, 2025
"১০০ ক্যামেরাম্যান মোবাইল নিয়া দাড়াইয়া থাকে, কাস্টমার কই?" Mar 17, 2025
img
এবার শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধছেন ‘পুষ্পা’ নির্মাতা সুকুমার! Mar 17, 2025
ঐকমত্য কমিশনে মতামত দিয়েছে ১৩ টি দল, বাকি দলগুলোর ব্যাপারে কি বললেন আলী রীয়াজ Mar 17, 2025
দেশের বাজারে স্বর্ণের দামে রেকর্ড Mar 17, 2025
img
২০১৪ সালে আ.লীগ ও বিএনপি-জামায়াতের কী সমঝোতা হয়েছিল, জানালেন সাবেক সেনাপ্রধান Mar 17, 2025
img
যুক্তরাষ্ট্রের কাছে স্ট্যাচু অব লিবার্টি ফেরত চাইলেন ফরাসি এমপি Mar 17, 2025
img
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আওয়ামী লীগের রাজনীতি ছাড়লেন এসি মিজান Mar 17, 2025
img
৯৫ দিন ধরে সাগরে ভাসছিলেন, অবশেষে উদ্ধার Mar 17, 2025