ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে ভুগছে কিউবা। জাতীয় বিদ্যুৎ গ্রিডে বড় বিপর্যয়ে অন্ধকারে রাত কাটাচ্ছে দেশটির ১ কোটি ১০ লাখ মানুষ। স্থানীয় সময় ১৪ মার্চ রাতে কিউবার পশ্চিমাঞ্চলের একটি সাবস্টেশনে ত্রুটি ধরা পড়ে। এতে রাজধানী হাভানাসহ বিদ্যুৎ-বিভ্রাটে পড়ে গোটা কিউবা।
এ নিয়ে গত পাঁচ মাসে কিউবায় চতুর্থবার জাতীয় বিদ্যুৎ গ্রিডে বিপর্যয়ের ঘটনা ঘটল। কিউবার জ্বালানি ও খনিজ মন্ত্রণালয় জানায়, দিয়েজমেরো সাবস্টেশনে একটি ত্রুটির কারণে পশ্চিমাঞ্চলে বড় ধরনের বিদ্যুৎ উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ায় জাতীয় বিদ্যুৎ ব্যবস্থা বিকল হয়ে পড়েছে।
এক্স পোস্টে একই তথ্য জানান কিউবার প্রধানমন্ত্রী ম্যানুয়েল মারেরো ক্রুজ। তিনি বলেন, ’১৪ মার্চ রাত ৮টা ১৫ মিনিটের দিকে ধসে পড়ে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থা। সরকার পরিস্থিতি স্বাভাবিক করতে অক্লান্ত পরিশ্রম করছে। অর্থনৈতিক সংকটের কারণে দীর্ঘদিন ধরে দেশটির বিদ্যুৎ-ব্যবস্থা নাজুক অবস্থায় রয়েছে।’
বিদ্যুৎসেবা ফের চালু করতে দিনরাত চেষ্টা চলছে বলে জানিয়েছে কিউবার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। রাজধানী হাভানায় সিএনএনের ধারণ করা ভিডিওতে দেখা যায়, রাস্তাঘাট ও ভবন সম্পূর্ণ অন্ধকারে ঢাকা পড়েছে। লোকজন বৈদ্যুতিক টর্চ ব্যবহার করে চলাচল করছে।
কিউবায় জরাজীর্ণ অবকাঠামো, প্রাকৃতিক দুর্যোগ ও অর্থনৈতিক সংকটের কারণে এমন বিদ্যুৎ বিপর্যয় আগেও হয়েছে। দেশটির কর্মকর্তারা এমন পরিস্থিতির জন্য আগে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে দায়ী করেছিলেন।
তবে এবার সমালোচকরা বলছেন, কমিউনিস্ট সরকারের অবকাঠামোয় বিনিয়োগের ঘাটতিও এই পরিস্থিতির জন্য দায়ী। গত বছরের অক্টোবরেও প্রায় এক সপ্তাহ ধরে কিউবার বেশিরভাগ অংশে বিদ্যুৎ বিভ্রাট ছিল। যেটিকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিদ্যুৎ সংকট বলে মনে করা হয়।
এসএম/টিএ