জেনে নিন ২০২১ সাল পর্যন্ত কেন বন্ধ থাইল্যান্ডের মায়া সমুদ্র সৈকত

অতিরিক্ত পর্যটকের চাপে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ায় গত বছর থাইল্যান্ডের ফি ফি লেহ দ্বীপের মায়া সমুদ্র সৈকত সাময়িক বন্ধ করা হয়েছিল।

এবার ২০২১ সাল পর্যন্ত সমুদ্র সৈকতটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

শুক্রবার বিবিসির অনলাইন এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

থাইল্যান্ডের দর্শনীয় জায়গাগুলোর মধ্যে অন্যতম মায়া সমুদ্রসৈকত। হলিউড-বলিউডের অসংখ্য সিনেমার চিত্রায়ণ হয়েছে এখানে।

২০০০ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় সিনেমা ‘দ্য বিচ’ এর চিত্রায়ণ হয়েছিল এখানেই। সিনেমাটিতে অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও।

এ ছবির কল্যাণেই এই সৈকতে পর্যটকদের আনাগোনা বেড়ে যায়। বন্ধ করার আগে সৈকতটিতে প্রতিদিন ৫ হাজার পর্যটকের সমাগম ছিল। ফলে মানুষের চাপে সেখানকার বেশিরভাগ সামুদ্রিক প্রবাল ধ্বংস হয়ে গেছে।

এদিকে পর্যটক নিষিদ্ধ করার পর উপকূলে ফিরতে দেখা গেছে হাঙরদেরও। একারণে নিষেধাজ্ঞার মেয়াদ আরও দুই বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

থাই ন্যাশনাল পার্ক ডিপার্টমেন্টের এক কর্মকর্তা জানান, মায়া সমুদ্রসৈকত আবার খুলে দেওয়া হলেও পর্যটকের সংখ্যা সীমিত রাখা হবে। এছাড়া, সমুদ্রসৈকতে নৌকার ব্যবহারও বন্ধ করা হবে।

মায়া সমুদ্রসৈকতের পরিবেশ ঠিক রাখতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তবে স্থানীয় পর্যটন সংস্থার প্রধান ওয়াত্তানা রারনাগসামুত এএফপিকে বলেন, স্থানীয় বাসিন্দাদের উপার্জনের ব্যবস্থা করার জন্য গণশুনানি হওয়া দরকার।

 

টাইমস/জেডটি

Share this news on: