দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে বছরের প্রথম তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আবহাওয়াবিদরা মৃদু তাপপ্রবাহ হিসেবে বর্ণনা করেছেন।
শনিবার থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহ সোমবার পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। তিনি জানান, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা বিভাগের বেশির ভাগ জেলা এবং রাঙামাটির ওপর দিয়ে এই তাপপ্রবাহ প্রবাহিত হচ্ছে।
দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস।
হাফিজুর রহমান জানান, এরপর হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তারপর তাপপ্রবাহ কিছুটা কমে আসবে। তবে ২০ মার্চের পর তাপমাত্রা কিছুটা বাড়বে।
এপ্রিল ও মে মাস নাগাদ বেশ কয়েকটি তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এসএস/টিএ