ছোটবেলা দারিদ্রতায় কেটেছে, স্কুলে যাওয়ার জুতা ছিল না: নরেন্দ্র মোদি

যুক্তরাষ্ট্রের কম্পিউটার বিজ্ঞানী ও পডকাস্ট হোস্ট লেক্স ফ্রিডম্যানকে আজ রোববার (১৬ মার্চ) একটি সাক্ষাৎকার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। এতে তার ছোটবেলার কথাও ওঠে এসেছে। তিনি জানিয়েছেন, তার ছোটবেলা কেটেছে খুবই দারিদ্রতার মধ্যে। এমনকি স্কুলে যাওয়ার জন্য জুতাও ছিল না। একদিন তার এক চাচা তাকে জুতা ছাড়া স্কুলে যেতে দেখেন। এতে তিনি অবাক হন। এরপর তিনিই তাকে জুতা কিনে দেন। এরপর এই জুতাগুলো খুব যত্ন করে রেখেছেন বলেও জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “আমার ছোটবেলা খুবই দারিদ্রতার মধ্যে কেটেছে। তবে আমরা কখনো দারিদ্রতার বোঝা টের পাইনি। দেখুন, যদি কেউ ভালো জুতা পরে, কিন্তু একটা সময় যদি সেগুলো তার কাছে না থাকে তাহলে সে এটির অভাব অনুভব করবে। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা আমাদের (ছোট) জীবনে কখনো জুতা পরিনি।”

চাচার জুতা কিনে দেওয়ার প্রসঙ্গে মোদি বলেন, “আমি আমার স্কুলে যাচ্ছিলাম। যাওয়ার পথে দৌড়ে চাচার কাছে যাই। তিনি আমাকে দেখে অবাক হন। জিজ্ঞেস করেন, ‘তুমি এভাবে স্কুলে যাও?’। তো ওই সময় তিনি আমাকে এক জোড়া ক্যানভাস কিনে দেন এবং আমাকে পরান। ওই সময় সেগুলোর দাম হয়ত ১০ থেকে ১২ রুপি ছিল। কিন্তু বিষয়টি হলো জুতাগুলো ছিল সাদা, যেগুলোতে সহজে দাগ লেগে যাবে।”

জুতা নষ্ট হয়ে যাবে এমন চিন্তা মাথায় আসলে চিন্তিত হয়ে পড়েন বলে জানান মোদি। তাই সেগুলোকে ঝকঝকে রাখতে উপায় খুঁজতে থাকেন। তিনি বলেন, “স্কুল শেষে সন্ধ্যার দিকে, আমি স্কুলে আরও কিছুক্ষণ অবস্থান করতাম। আমি এক ক্লাসরুম থেকে আরেক ক্লাসরুমে যেতাম। ক্লাসে যেসব লেখার চক পড়ে থাকত সেগুলো সংগ্রত করতাম। সেগুলোকে পানিতে ভেজাতাম। এরপর পেস্টের সঙ্গে মিশাতাম। শেষে এগুলো আমার ক্যানভাস জুতার ওপর লেপে দিতাম। এতে জুতাগুলো আবারও উজ্জল সাদা হয়ে যেত।”

এছাড়া স্কুলের কাপড় আয়রন করার জন্য ইস্ত্রি না থাকায় তামার পাতিল গরম করে সেটি দিয়ে কাপড়ের ওপর চাপ দিয়ে আয়রনের কাজটি করতেন বলেও জানিয়েছেন মোদি। তিনি বলেছেন, তার মা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্ত করতেন। হয়ত সেখান থেকেই তিনি এই অভ্যাস পেয়েছেন। এছাড়া দারিদ্রতা নিয়ে কখনো ভাবতেন না বলেও জানিয়েছেন ভারতের তিনবারের প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেছেন, তারা যখন যা পেতেন সেটিকেই উপভোগ করতেন। এজন্য দারিদ্রতার বিষয়টি মাথায় আসত না।

সূত্র: এনডিটিভি

আরএইচ

Share this news on:

সর্বশেষ

img
জুলাই অভ্যুত্থানে হামলায় অভিযুক্ত ঢাবির ১২৮ শিক্ষার্থীকে বহিষ্কার Mar 17, 2025
img
ব্র্যাক ড্রাইভিং স্কুল পরিদর্শন করলেন বিআরটিএ চেয়ারম্যান Mar 17, 2025
img
মধ্যরাতে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ Mar 17, 2025
img
যুবদল পরিচয়ে দখল-বাণিজ্য করলে আটক করার অনুরোধ Mar 17, 2025
img
ফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির বাধা Mar 17, 2025
img
ড্রোনের সঙ্গে সংঘর্ষে দক্ষিণ কোরিয়ায় সামরিক হেলিকপ্টার ধ্বংস Mar 17, 2025
img
কাশ্মীরে বন্দুকযুদ্ধ, নিহত ১ Mar 17, 2025
img
স্বাধীনতা দিবসে শিক্ষাপ্রতিষ্ঠানে যেসব কর্মসূচি পালন করতে হবে Mar 17, 2025
img
তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা দেড় লাখ টাকা Mar 17, 2025
img
নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে রাত ১১টা থেকে সকাল ৭টা সেচপাম্প চালানোর অনুরোধ Mar 17, 2025