খাকি ২: পুলিশের ভূমিকায় সৌরভ গাঙ্গুলি, অভিনয়ে নতুন অধ্যায় শুরু?

নেটফ্লিক্সের আসন্ন ওয়েব সিরিজ “খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার” নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এই সিরিজে বাংলার ক্রিকেট আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে চলছে নানা জল্পনা। সম্প্রতি সামাজিক মাধ্যমে তাঁর পুলিশের পোশাকে একটি ছবি ভাইরাল হয়েছে, যা দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন—তবে কি সৌরভ সত্যিই অভিনয়ে পা রাখছেন? তবে স্পষ্ট তথ্য অনুসারে, তিনি এই সিরিজে অভিনয় করছেন না, বরং এটির প্রচারমূলক ভিডিওর জন্য শুটিং করেছেন। আগামী ২০ মার্চ মুক্তি পেতে চলা এই সিরিজটি নিয়ে আলোচনা এখন তুঙ্গে।

গত ৪ মার্চ বারুইপুরের বিনোদিনী স্টুডিওয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা গেছে পুলিশের খাকি পোশাকে। এই দৃশ্যের শুটিং ছিল “খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার” সিরিজের একটি প্রোমোশনাল ভিডিওর জন্য। ছবিতে তাঁকে দেখা গেছে অ্যাভিয়েটর সানগ্লাস, পুলিশি টুপি ও সুগঠিত চেহারায় একজন নিখুঁত পুলিশ অফিসারের ভূমিকায়। সেটে তৈরি করা হয়েছিল একটি নকল থানা, যেখানে তিনি এই বিজ্ঞাপনী ছবির শুটিং করেন। এই প্রোমোতে সৌরভের সঙ্গে দেখা গেছে পরিচালক অয়ন সেনগুপ্ত ও অভিনেতা দেবাশিস রায়কেও। অয়ন এখানে একজন পরিচালকের ভূমিকায়, আর দেবাশিস একজন প্রোডাকশন বয়ের চরিত্রে অভিনয় করেছেন। শুটিং চলাকালীন সেটে কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল, যা এই প্রকল্পের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

ঘটনার পেছনের গল্পটা বেশ মজার। “খাকি ২”-এর প্রচারমূলক ভিডিওতে দেখানো হয়েছে, এই সিরিজে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনেতা প্রয়োজন। সেই খবর শুনে সৌরভ নাকি পুলিশের পোশাক পরে অডিশন দিতে হাজির হয়েছেন! এটি অবশ্য একটি কাল্পনিক গল্প, যা দর্শকদের মনোযোগ আকর্ষণ করার জন্য তৈরি করা হয়েছে। সৌরভের আসল ভূমিকা এই প্রোমোর মধ্যেই সীমাবদ্ধ। তবে এই খবরে ভক্তদের মনে উৎসাহের সঞ্চার হয়েছে। অনেকেই ভেবেছিলেন, ক্রিকেটের মাঠের “মহারাজ” এবার অভিনয়ের জগতেও রাজত্ব করতে চলেছেন। কিন্তু পরে জানা গেছে, তিনি শুধুমাত্র প্রচারের জন্য এই কাজে যুক্ত হয়েছেন।

নীরজ পাণ্ডে পরিচালিত এই সিরিজটির প্রথম পর্ব “খাকি: দ্য বিহার চ্যাপ্টার” বিহারের অপরাধ জগত ও প্রশাসনের গল্প তুলে ধরেছিল। দ্বিতীয় পর্বে এসে বাংলার পটভূমি নিয়ে তৈরি হয়েছে “খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার”। এতে বাংলার অপরাধ জগত, পুলিশ ব্যবস্থা ও তার অন্ধকার দিকগুলো ফুটে উঠবে। সিরিজে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, পরমব্রত চট্টোপাধ্যায়, চিত্রাঙ্গদা সিং, শাশ্বত চট্টোপাধ্যায়ের মতো তারকারা। ২০০০ সালের কলকাতাকে কেন্দ্র করে এই গল্পে একজন পুলিশ অফিসারের অপরাধ দমন ও রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই দেখানো হবে। সৌরভের প্রোমোতে পুলিশের ভূমিকা এই গল্পের সঙ্গে মিলিয়ে দর্শকদের মনে কৌতূহল জাগিয়েছে।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের অভিনয়ে আগ্রহ নতুন নয়। তিনি বাংলা টেলিভিশনের জনপ্রিয় শো “দাদাগিরি আনলিমিটেড”-এর সঞ্চালক হিসেবে দর্শকদের মন জয় করেছেন। তবে পূর্ণাঙ্গ অভিনয়ে তাঁকে এখনও দেখা যায়নি। তাঁর জীবন নিয়ে একটি বায়োপিক তৈরির কথাও চলছে, যেখানে রাজকুমার রাও তাঁর ভূমিকায় অভিনয় করবেন। কিন্তু সেই ছবিতেও সৌরভ নিজে অভিনয় করছেন না। “খাকি ২”-এর প্রোমোতে তাঁর উপস্থিতি দর্শকদের জন্য একটি চমক হলেও, এটি তাঁর অভিনয়ে অভিষেক নয়। তবু, পুলিশের পোশাকে তাঁর এই রূপ দেখে অনেকে মনে করছেন, ভবিষ্যতে তিনি অভিনয়ে আসতে পারেন।

শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় তৈরি এই সিরিজটি নেটফ্লিক্সে ২০ মার্চ স্ট্রিম হবে। ট্রেলার প্রকাশের পর থেকেই এটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। সৌরভের এই প্রোমো ১৫ মার্চ দর্শকদের সামনে আসবে বলে জানা গেছে। তাঁর ভক্তরা এখন অপেক্ষায় আছেন, তাঁকে এই নতুন ভূমিকায় দেখার জন্য। যদিও তিনি সিরিজে অভিনয় করছেন না, তবু তাঁর উপস্থিতি “খাকি ২”-এর প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

সব মিলিয়ে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই প্রোমো শুধু একটি বিজ্ঞাপন নয়, বরং তাঁর ব্যক্তিত্বের আরেকটি দিক তুলে ধরেছে। ক্রিকেট থেকে টেলিভিশন, আর এখন প্রচারমূলক ভিডিও—তাঁর জনপ্রিয়তা এখনও অটুট। “খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার” নিয়ে দর্শকদের প্রত্যাশা যেমন বেড়েছে, তেমনি সৌরভের এই চমকও সবাইকে মুগ্ধ করেছে। ভবিষ্যতে তাঁকে পর্দায় অভিনয় করতে দেখা যায় কি না, সেটা সময়ই বলবে। তবে এখনের জন্য, তাঁর এই খাকি রূপই দর্শকদের মন জয় করেছে।

Share this news on:

সর্বশেষ

img
জুলাই অভ্যুত্থানে হামলায় অভিযুক্ত ঢাবির ১২৮ শিক্ষার্থীকে বহিষ্কার Mar 17, 2025
img
ব্র্যাক ড্রাইভিং স্কুল পরিদর্শন করলেন বিআরটিএ চেয়ারম্যান Mar 17, 2025
img
মধ্যরাতে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ Mar 17, 2025
img
যুবদল পরিচয়ে দখল-বাণিজ্য করলে আটক করার অনুরোধ Mar 17, 2025
img
ফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির বাধা Mar 17, 2025
img
ড্রোনের সঙ্গে সংঘর্ষে দক্ষিণ কোরিয়ায় সামরিক হেলিকপ্টার ধ্বংস Mar 17, 2025
img
কাশ্মীরে বন্দুকযুদ্ধ, নিহত ১ Mar 17, 2025
img
স্বাধীনতা দিবসে শিক্ষাপ্রতিষ্ঠানে যেসব কর্মসূচি পালন করতে হবে Mar 17, 2025
img
তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা দেড় লাখ টাকা Mar 17, 2025
img
নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে রাত ১১টা থেকে সকাল ৭টা সেচপাম্প চালানোর অনুরোধ Mar 17, 2025