সরাসরি যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করলেন কঙ্গনা, সমালোচনার ঝড়

বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত ফের আলোচনার কেন্দ্রে। তার অভিনীত ও পরিচালিত সিনেমা ‘ইমার্জেন্সি’ মুক্তির আগে থেকেই বিতর্কে ছিল, আর মুক্তির পরও আলোচনা থামেনি। বক্স অফিসে তেমন সাড়া ফেলতে না পারলেও সম্প্রতি সিনেমাটি নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হয়েছে।এই সিনেমার প্রসঙ্গ টেনেই এবার সরাসরি যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করেন কঙ্গনা, যা নিয়ে নতুন করে শুরু হয়েছে সমালোচনার ঝড়।

ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, ‘ইমার্জেন্সি’ নেটফ্লিক্সে মুক্তির পর প্রশংসা পাচ্ছে। ভারতে সিনেমাটি নেটফ্লিক্সের টপে রয়েছে। সোশ্যাল মিডিয়াতে দারুণ সক্রিয় কঙ্গনা। অভিনেত্রী রোববার (১৬ মার্চ) তার ইনস্টাগ্রাম স্টোরিতে চলচ্চিত্রটির প্রশংসা করা একটি পোস্ট শেয়ার করেন ।

একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী পোস্টে লিখেছিলেন, ‘ইমার্জেন্সি’ অস্কারের জন্য যোগ্য, কঙ্গনা, কী অসাধারণ সিনেমা। কঙ্গনা সেই পোস্টটি নিজের স্টোরিতে শেয়ার করে লিখেন, আমেরিকানরা তাদের আসল মুখ দেখতে চায় না, যেভাবে তারা উন্নয়নশীল দেশগুলোকে শোষণ, দমন এবং ব্ল্যাকমেইল করে। এই বিষয়গুলো ‘ইমার্জেন্সি’র মাধ্যমে তুলে ধরা হয়েছে। আমেরিকানরা হাস্যকর অস্কার নিয়ে থাকুক, কারণ আমাদের কাছে রয়েছে জাতীয় পুরস্কার।

অভিনেত্রীর এই পোস্টের পর তাকে নিয়ে আলোচনা-সমালোচনা দুই হচ্ছে। অনেকেই বলছেন এভাবে কোনো বিষয় নিয়ে বলা উচিত নয়। নেটজিজেন্দের অনেকেই বলছেন আলোচনায় থাকতেই এমন বক্তবয় করেছেনভিনেত্রী।

‘ইমার্জেন্সি’ সিনেমায় কঙ্গনা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন। বিজেপির সংসদ সদস্য কঙ্গনা প্রতিপক্ষ রাজনৈতিক দল কংগ্রেসের নেত্রী ইন্দিরাকে কোন রূপে দেখাতে চাইছেন, তা নিয়ে বেশ কৌতূহল ছিল। সিনেমার পটভূমি গত শতকের সত্তরের দশক, ভারতে তখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী।

১৯৭৫ সালের ২৫ জুন থেকে পরবর্তী ২১ মাস ভারতে জরুরি অবস্থা চলে। সিনেমায় সেই সময়ের রাজনৈতিক আবহ তুলে ধরা হয়েছে। ধরার চেষ্টা হয়েছে বলে কঙ্গনার ভাষ্য। এই সিনেমায় কঙ্গনা ছাড়াও অনুপম খের, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, শ্রেয়াস তালপাড়ে, বিষক নায়ার, সতীশ কৌশিকসহ একাধিক অভিনয়শিল্পী কাজ করেছেন।

প্রসঙ্গত, কঙ্গনা ইতোমধ্যে চারবার ভারতের জাতীয় পুরস্কার পেয়েছেন। প্রথম জাতীয় পুরস্কার পান ২০০৯ সালে ‘ফ্যাশন’ সিনেমার জন্য। এরপর ‘কুইন’ (২০১৩), ‘তানু ওয়েডস মনু রিটার্নস’ (২০১৫), এবং মানিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ (২০১৯) সিনেমায় সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার অর্জন করেন।


এমআর/এসএন


Share this news on:

সর্বশেষ

img
জুলাই অভ্যুত্থানে জড়িত ২৮৯ শিক্ষার্থী বহিষ্কার, ৯ শিক্ষক বরখাস্ত Mar 18, 2025
img
জবি ছাত্রীকে হেনস্তা, ১০ বাস আটক Mar 18, 2025
img
ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য সুসংহত রাখতে হবে Mar 18, 2025
img
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে কবিরাজ গ্রেফতার Mar 18, 2025
img
সংস্কার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা নির্বাচনকে প্রলম্বিত করবে: প্রিন্স Mar 18, 2025
যুক্তরাষ্ট্রকে ক"টা"ক্ষ করে যা বললেন কঙ্গনা Mar 18, 2025
ডা'র্টি পিকচারে অভিনয়ের পর বিদ্যাকে যা বলেছিলেন তার বাবা-মা Mar 18, 2025
প্রাক্তনের সংসারে আ'''গু'ন লাগাতে চান না সুবাহ Mar 18, 2025
ভারতের অনুপস্থিতিতে বড় অঙ্কের আর্থিক ক্ষ"তির মুখে আয়োজকরা Mar 18, 2025
বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে যা বললেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান Mar 18, 2025