'লোহিত সাগরে জাহাজ চলাচলের স্বাধীনতা না দিলে হামলা চলবে’

লোহিত সাগরে হামলা বন্ধের ঘোষণা না দেয়া পর্যন্ত হুতিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের উদ্দেশে এমনই হুশিয়ারি দিয়েছেন ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। অন্যদিকে, মার্কিন হামলা জারি থাকলে নিজেরাও পাল্টা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে হুতিরা।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশে হুতিদের ওপর বড় ধরনের হামলা শুরু করেছে পেন্টাগন। দেশটির রাজধানী সানায় ওয়াশিংটনের হামলায় এরই মধ্যে প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক। আহত হয়েছেন শতাধিক বেসামরিক মানুষ।

ফক্স নিউজের 'সানডে মনিং ফিউচারসে' দেয়া সাক্ষাৎকারে ১৬ মার্চ পিট হেগসেথ বলেন, ‘হুতিরা যখনই বলবে আমরা আপনাদের জাহাজে হামলা বন্ধ করব, তখনই আমরা তাদের ড্রোনে গুলি করা থামিয়ে দেব। তারা লোহিত সাগরে হামলা বন্ধের ঘোষণ দিলেই এই অভিযান শেষ হয়ে যাবে। কিন্তু তার আগ পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’

হেগসেথ বলেন, ‘দেখুন, গুরুত্বপূর্ণ জলপথে আমাদের সম্পদ নিশানা করে হামলা বন্ধ করতে হবে। লোহিত সাগরে জাহাজ চলাচলের স্বাধীনতা ফের নিশ্চিত করতে হবে। এটা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ। সেই সঙ্গে ইরান হুতিদের দীর্ঘদিন ধরে যে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তা বন্ধ করতে হবে।’

অন্যদিকে, হুতি নেতা আব্দুল মালিক আল-হুতি ১৬ মার্চ বলেন, 'যুক্তরাষ্ট্র ইয়েমেনে হামলা অব্যাহত রাখলে লোহিত সাগরে দেশটির জাহাজ লক্ষ্য করে আমাদের হামলাও জারি থাকবে। তারা যদি তাদের আগ্রাসন অব্যাহত রাখে, আমরাও জবাব দেয়া জারি রাখব’।

হুতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র কোনো প্রমাণ ছাড়া দাবি করেছেন, লোহিত সাগরে মার্কিন বিমানবাহীর রণতরি ইউ/এস/এস হ্যারি, এস/ট্রুম্যান এবং অন্যান্য রণতরিতে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছেন।

বিপরীতে পেন্টাগন জানিয়েছে, তাদের উড়োজাহাজগুলো হুতিদের ১১টি ড্রোন গুলি করে নষ্ট করে দিয়েছে। এসব ড্রোনের কোনটি হ্যারি এস. ট্রুম্যানের কাছাকাছিও আসতে পারেনি। বরং ইয়েমেন উপকূলে হুতিদের একটি ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত হয়েছে বলে মার্কিন সেনারা শনাক্ত করতে পেরেছেন।

হোয়াইট হাউস সূত্র বলছে, এই হামলা কয়েক দিন, এমনকি কয়েক সপ্তাহও চলতে পারে। তাদের মতে, লোহিত সাগরে জাহাজে হুতিদের হামলার পরিপ্রেক্ষিতে এ পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

এর আগে, লোহিত সাগরে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর জাহাজে হুতি বিদ্রোহীদের হামলা বন্ধের আহ্বান জানান ট্রাম্প। অন্যথায় হুতিদের ওপর ‘নরক বৃষ্টির’ হুঁশিয়ারি দেন তিনি। হুতিদের প্রধান পৃষ্ঠপোষক ইরানকেও একই হুমকি দিয়েছেন ট্রাম্প।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
সাতক্ষীরায় হাসপাতালের বিলবোর্ডে ভেসে উঠলো ‘আওয়ামী লীগ আবার ফিরবে’ Mar 18, 2025
img
গাজায় টানা ১৫ দিন খাদ্যসহায়তা প্রবেশ করেনি: জাতিসংঘ Mar 18, 2025
img
জুলাই অভ্যুত্থানে জড়িত ২৮৯ শিক্ষার্থী বহিষ্কার, ৯ শিক্ষক বরখাস্ত Mar 18, 2025
img
জবি ছাত্রীকে হেনস্তা, ১০ বাস আটক Mar 18, 2025
img
ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য সুসংহত রাখতে হবে Mar 18, 2025
img
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে কবিরাজ গ্রেফতার Mar 18, 2025
img
সংস্কার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা নির্বাচনকে প্রলম্বিত করবে: প্রিন্স Mar 18, 2025
যুক্তরাষ্ট্রকে ক"টা"ক্ষ করে যা বললেন কঙ্গনা Mar 18, 2025
ডা'র্টি পিকচারে অভিনয়ের পর বিদ্যাকে যা বলেছিলেন তার বাবা-মা Mar 18, 2025
প্রাক্তনের সংসারে আ'''গু'ন লাগাতে চান না সুবাহ Mar 18, 2025