লোহিত সাগরে হামলা বন্ধের ঘোষণা না দেয়া পর্যন্ত হুতিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের উদ্দেশে এমনই হুশিয়ারি দিয়েছেন ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। অন্যদিকে, মার্কিন হামলা জারি থাকলে নিজেরাও পাল্টা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে হুতিরা।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশে হুতিদের ওপর বড় ধরনের হামলা শুরু করেছে পেন্টাগন। দেশটির রাজধানী সানায় ওয়াশিংটনের হামলায় এরই মধ্যে প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক। আহত হয়েছেন শতাধিক বেসামরিক মানুষ।
ফক্স নিউজের 'সানডে মনিং ফিউচারসে' দেয়া সাক্ষাৎকারে ১৬ মার্চ পিট হেগসেথ বলেন, ‘হুতিরা যখনই বলবে আমরা আপনাদের জাহাজে হামলা বন্ধ করব, তখনই আমরা তাদের ড্রোনে গুলি করা থামিয়ে দেব। তারা লোহিত সাগরে হামলা বন্ধের ঘোষণ দিলেই এই অভিযান শেষ হয়ে যাবে। কিন্তু তার আগ পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’
হেগসেথ বলেন, ‘দেখুন, গুরুত্বপূর্ণ জলপথে আমাদের সম্পদ নিশানা করে হামলা বন্ধ করতে হবে। লোহিত সাগরে জাহাজ চলাচলের স্বাধীনতা ফের নিশ্চিত করতে হবে। এটা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ। সেই সঙ্গে ইরান হুতিদের দীর্ঘদিন ধরে যে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তা বন্ধ করতে হবে।’
অন্যদিকে, হুতি নেতা আব্দুল মালিক আল-হুতি ১৬ মার্চ বলেন, 'যুক্তরাষ্ট্র ইয়েমেনে হামলা অব্যাহত রাখলে লোহিত সাগরে দেশটির জাহাজ লক্ষ্য করে আমাদের হামলাও জারি থাকবে। তারা যদি তাদের আগ্রাসন অব্যাহত রাখে, আমরাও জবাব দেয়া জারি রাখব’।
হুতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র কোনো প্রমাণ ছাড়া দাবি করেছেন, লোহিত সাগরে মার্কিন বিমানবাহীর রণতরি ইউ/এস/এস হ্যারি, এস/ট্রুম্যান এবং অন্যান্য রণতরিতে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছেন।
বিপরীতে পেন্টাগন জানিয়েছে, তাদের উড়োজাহাজগুলো হুতিদের ১১টি ড্রোন গুলি করে নষ্ট করে দিয়েছে। এসব ড্রোনের কোনটি হ্যারি এস. ট্রুম্যানের কাছাকাছিও আসতে পারেনি। বরং ইয়েমেন উপকূলে হুতিদের একটি ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত হয়েছে বলে মার্কিন সেনারা শনাক্ত করতে পেরেছেন।
হোয়াইট হাউস সূত্র বলছে, এই হামলা কয়েক দিন, এমনকি কয়েক সপ্তাহও চলতে পারে। তাদের মতে, লোহিত সাগরে জাহাজে হুতিদের হামলার পরিপ্রেক্ষিতে এ পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
এর আগে, লোহিত সাগরে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর জাহাজে হুতি বিদ্রোহীদের হামলা বন্ধের আহ্বান জানান ট্রাম্প। অন্যথায় হুতিদের ওপর ‘নরক বৃষ্টির’ হুঁশিয়ারি দেন তিনি। হুতিদের প্রধান পৃষ্ঠপোষক ইরানকেও একই হুমকি দিয়েছেন ট্রাম্প।
এসএম/টিএ