নোয়াখালীতে ফণীতে ক্ষতিগ্রস্ত পরিবার পাচ্ছে নতুন ঘর

ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ক্ষতিগ্রস্ত নোয়াখালীর ৩৫৬ পরিবারকে সরকারিভাবে নতুন ঘর তৈরি করে দেওয়া হচ্ছে।

শনিবার বিকালে নোয়াখালীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফণী দুর্গত এলাকায় পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এসময় বক্তব্য রাখেন, নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, জেলা প্রশাসক তন্ময় দাস।

ব্রিফিংয়ে জানানো হয়েছে, নতুন ঘর ছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে রোববার থেকে এক হাজার বান্ডেল টেউটিন, ৩০ লাখ টাকা গৃহমজুরি, ১৭ লাখ টাকা জিআর ক্যাশ এবং ৫৬০ মেট্রিকটন জিআর চাল ও সাড়ে চার হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হবে।

নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী জানান, রোববার থেকে দুর্গত এলাকায় ঘর তৈরির কাজ শুরু করা হবে। ঈদের আগেই নির্মাণ কাজ শেষ করে ঘরগুলো গৃহহারা পরিবারগুলোর মাঝে হস্তান্তর করা হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন প্রমুখ।

 

টাইমস/এইচইউ

Share this news on: